যুক্তরাষ্ট্রের বিজ্ঞান দূতের ঢাকা সফর সমাপ্তি

প্রকাশিতঃ 6:55 pm | January 16, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

যুক্তরাষ্ট্রের বায়ুর মান বিষয়ক বিজ্ঞান দূত গত ১২-১৬ জানুয়ারি ঢাকা সফর শেষ করেছেন। বায়ু দূষণ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টাকে সমর্থন করতে যুক্তরাষ্ট্র সরকারের দৃঢ় প্রতিশ্রুতি প্রদর্শনে তিনি ঢাকা সফর করেছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকায় মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

মার্কিন দূতাবাস জানায়, সফরকালে ড. শাওয়ার স্থানীয় শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা এবং এনজিওদের সঙ্গে সহযোগিতা করেন। তিনি বায়ুর মানোন্নয়নের জন্য বিশেষজ্ঞ পরামর্শ ও কার্যকর সমাধান শেয়ার করেছেন। তার এই সফরে বায়ুর মান ব্যবস্থাপনা, কার্যকর নীতি, এবং শিক্ষাগত সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষ করে উন্নত মনিটরিং সিস্টেম, পরিচ্ছন্ন প্রযুক্তি এবং বহুমুখী অংশীদারিত্বের প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।

ড. শাওয়ার ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসনের অধ্যাপক এবং উইসকনসিন স্টেট ল্যাবরেটরি অফ হাইজিনের পরিচালক। ২০১৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের বায়ু মান বিষয়ক বিজ্ঞান দূত হিসেবে কাজ করছেন।

এই সফর জ্ঞান বিনিময় এবং সম্মিলিত নীতি উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের বায়ু মানোন্নয়ন প্রচেষ্টাকে সমর্থন করতে যুক্তরাষ্ট্র সরকারের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলে অভিমত ব্যক্ত করেছে মার্কিন দূতাবাস।

কালের আলো/এমডিএইচ