সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় যুবক আটক

প্রকাশিতঃ 2:04 pm | January 17, 2025

বিনোদন ডেস্ক, কালের আলো:

বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাতের ঘটনায় সন্দেহভাজন এক যুবককে আটক করেছে মুম্বাই পুলিশ।

শুক্রবার এক প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানায়, বান্দ্রা রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে ওই যুবককে আটক করা হয়।

ঘটনার পর মুম্বাই পুলিশ সাত সদস্যের দল গঠন করে চিরুনি অভিযান শুরু করে। এদিকে শুক্রবার সকালে বান্দ্রা রেলওয়ে স্টেশনে অভিযানের সময় ওই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অনুপ্রবেশকারী খান পরিবারের কোনো গৃহকর্মীর সঙ্গে পরিচিত ছিল। সম্ভবত সে কারণেই লবির সিসিটিভি ক্যামেরায় ধরা না পড়েই সে বাড়িতে প্রবেশ করে।

এর আগে বুধবার রাতে সাইফের ওপর হামলা হয়। হামলাকারী সাইফকে ছুরি দিয়ে একাধিক বার আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় অভিনেতাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় মুম্বাই পুলিশ ডাকাতি, অনুপ্রবেশ এবং গুরুতর আঘাতের একটি মামলা দায়ের করেছে।

কালের আলো/এসএকে