ঝলমলে আয়োজনে পর্দা উঠলো আগা খাঁন গলফ টুর্নামেন্টের, নতুন গলফার তৈরির আশাবাদ বিমান বাহিনী প্রধানের

প্রকাশিতঃ 9:19 pm | January 17, 2025

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

মাথায় ক্যাপ, গায়ে জার্সি আর হাতে লম্বা একটি দণ্ড। দণ্ডটি দিয়ে সবুজ ঘাসের উপর পড়ে থাকা সাদা ডিমের মতো একটি বলকে সজোরে আঘাত করলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। মুহূর্তে বলটি উড়ে গেলো দূরে, অনেক দূরে। নিশানা এমন সঠিক যে একেবারে নির্ধারিত গর্তে গিয়ে পড়লো সাদা বলটি। সুদৃশ্য শট বলে মুহুর্তেই করতালি। এরই মধ্যে দিয়ে শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর কুর্মিটোলা গলফ কোর্সে ৫১তম আগা খাঁন গোল্ডকাপ গলফ টুর্নামেন্টের উড়ন্ত সূচনা করলেন তিনি। এর আগে বেলুন উড়িয়ে উদ্বোধন করলেন গলফ টুর্নামেন্টটির।

শিয়া ইসমাইলি মুসলিমদের আধ্যাত্মিক নেতা আগা খাঁনের নামে ১৯৭৩ সাল থেকে টানা ৫০ বছর যাবত অনুষ্ঠিত হয়ে আসছে গলফ টুর্নামেন্টটি। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কুর্মিটোলা গলফ কোর্সে বসে চলতি বছরের আগা খাঁন গলফ টুর্নামেন্টের ৫১তম আসর। শুক্রবার (১৭ জানুয়ারি) ঝলমলে আয়োজনের মধ্যে দিয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান। এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন মনে করেন, নিয়মিত এমন টুর্নামেন্টের আয়োজন দেশের গলফের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। তৈরি করবে নতুন নতুন গলফার। ক্রীড়াঙ্গনে গলফের মাধ্যমেও বৃদ্ধি পাবে দেশের সুনাম।

কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে পুরস্কার বিতরণের মাধ্যমে শনিবার (১৮ জানুয়ারি) শেষ হবে এই টুর্নামেন্ট, এমনটি জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। জানা যায়, কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি ও বিদেশি সদস্যরাসহ দেশের সব গফল ক্লাবের প্রায় ৫০০ জন গলফার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশগ্রহণ করেছেন। গলফাররা মেতেছেন রোমাঞ্চ আর উত্তেজনায়। দৃষ্টিনন্দন সাজে সাজানো হয় কুর্মিটোলা গলফ কোর্স। পৃষ্ঠপোষকদের সহায়তায় গলফের আরও উন্নতির প্রত্যাশার কথা উচ্চারিত হয় কণ্ঠে কণ্ঠে। নিয়মিত এমন আয়োজনের ধারা অব্যাহত থাকলে সিদ্দিকুরের মতো গলফার তৈরি হবে। একদিন গলফেও নাম করবে বাংলাদেশ। গলফারদের মিলনমেলা থেকে এমন প্রত্যাশার কথাই জানিয়েছেন সবাই।

অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক ও প্রিন্স আগা খাঁন শিয়া ইমামি ইসমাইলি কাউন্সিলের প্রেসিডেন্ট মাদাদ আলী ভিরানী উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যদের মাঝে ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মো. তৌহিদ হোসেন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবিদুর রেজা খান, ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল (অব:) মো. শহিদুল হক, ক্লাব সেক্রেটারি কর্নেল এস এম সাজ্জাদ হোসেন, কুর্মিটোলা গলফ ক্লাবের লেডি ক্যাপ্টেন অধ্যাপক শাহীন মাহবুবা হকসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রিন্স আগা খাঁন শিয়া ইমামি ইসমাইলি কাউন্সিল বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএএএমকে