নৌপথে ‘পথের কাঁটা’ চাঁদাবাজি বন্ধে নৌপরিবহন উপদেষ্টার কড়া বার্তায় স্বস্তি
প্রকাশিতঃ 12:14 am | January 18, 2025
বিশেষ সংবাদদাতা, কালের আলো:
দেশের অভ্যন্তরে দূরদূরান্তে সড়ক পথের চেয়ে নৌপথে পণ্য পরিবহনে খরচ কম। এ জন্য অনেক ব্যবসায়ী নৌপথে পণ্য পরিবহন করে থাকেন। তবে এ পথে ‘পথের কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে চাঁদাবাজি, অনিরাপত্তা। ঠিকঠাক চাঁদা না পেলে নৌশ্রমিকদের ওপর হামলার ঘটনাও ঘটে। এমন ঘটনার মধ্য দিয়ে করা হয় পণ্য পরিবহন।
তবে এসব অভিযোগ আমলে নিয়ে কঠোর অবস্থানের কথা জানান দিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। নৌপথের নিরাপত্তা ও ঘাটের চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৭ জানুয়ারি) ভোলার দৌলতখানের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাট পরিদর্শনে গিয়ে নিজের এমন শক্ত অবস্থানের কথা জানান উপদেষ্টা। তিনি বলেন, ‘নৌপথের চাঁদাবাজি বন্ধে পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করবে।’
জানা যায়, বিশ্ব ব্যাংকের অর্থায়নে আধুনিক লঞ্চ ঘাট ও জেটি প্রকল্পের স্থান পরিদর্শনে দু’দিনের সফরে ভোলায় রয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। দিন-রাত একাকার করে কাজ করা অন্তর্বর্তী সরকারের পরিশ্রমী এই উপদেষ্টা এবার মনোযোগ দিয়েছেন নৌপথের ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়ানো চাঁদাবাজি বন্ধের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেছেন, ‘স্বৈরাচার সরকার আমলে সবাই যা খুশি তাই করতেন। ভবিষ্যতে যেন তা না হয়, সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে।’
উপদেষ্টা দক্ষিণাঞ্চলের নৌপথ সচল রাখতে ড্রেজিং কার্যক্রম এবং ভোলা-মনপুরাসহ সুবিধাজনক পয়েন্টে ফেরি সার্ভিস চালুর কথাও জানান। এ সময় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, ভোলার জেলা প্রশাসক (ডিসি) মো. আজাদ জাহানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সম্প্রতি চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর ইশানবালা খালের মুখে এমভি আল-বাখেরা জাহাজে সাত খুনের ঘটনাকে কেন্দ্র করে নৌপথের নিরাপত্তার বিষয়টি সামনে আসে। খোঁজ নিয়ে জানা গেছে, দেশের বিভিন্ন নৌপথে জলদস্যুদের উৎপাত, বিভিন্ন ঘাটে চাঁদাবাজি ও ডাকাতি বেড়েছে। এরই মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার কড়া বার্তায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। কথার সঙ্গে কাজের মিল রেখে পথচলা এই উপদেষ্টা ইতোমধ্যেই ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে জনআস্থা পূরণে সক্ষমতার পরিচয় দিয়েছেন।
কালের আলো/এমএএএমকে