ডিক্যাবের প্রতিষ্ঠাকালীন সাংবাদিকদের সম্মাননা
প্রকাশিতঃ 10:49 pm | March 16, 2019
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
কূটনৈতিক প্রতিবেদকের সংগঠন ডিক্যাবের প্রতিষ্ঠাকালীন সকল সদস্যকে সম্মাননা জানিয়েছে সংগঠনটি। এছাড়া অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাকালীন প্রেসিডেন্ট ও বার্তা২৪.কমের এডিটর-ইন চিফ আলমগীর হোসেনসহ উপস্থিত পাঁচ প্রতিষ্ঠাতা সদস্যকে ক্রেস্ট দেওয়া হয়।
ডিক্যাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে শনিবার (১৬ মার্চ) এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই পাঁচ সদস্যের হাতে ক্রেস্ট তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ-এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
সম্মাননা ক্রেস্ট পাওয়া পাঁচ সদস্য হচ্ছেন, প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এবং বার্তা২৪.কমের এডিটর-ইন চিফ আলমগীর হোসেন, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, সিনিয়র সাংবাদিক আমান উদ দৌলা ও আনিস আলমগীর।
প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও বার্তা২৪.কমের এডিটর-ইন চিফ আলমগীর হোসেন বলেন, ‘২১ বছর আগে এটি প্রতিষ্ঠিত হয়। তখন ছিলাম তরতাজা। কেন ডিক্যাব হলো। হুট করে ফরেন সার্ভিস কাভার করা যায় না। তাই আমাদের কাছে অনুভূত হল কূটনৈতিক প্রতিবেদকদের জন্য সংগঠন করা দরকার।’
বিডিনিউজ টোয়েন্টিফোরের ডটকমের জেষ্ঠ প্রতিবেদক এবং ডিক্যাবের সেক্রেটারি নুরুল ইসলাম হাসিব জানান, প্রতিষ্ঠাকালীন সব সদস্যকেই আমরা সম্মাননা জানিয়েছি। কিন্তু অনুষ্ঠানে পাঁচজন উপস্থিত থাকায় তাদেরকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছ।’
উল্লেখ্য, ১৯৯৮ সালের ১৬ মার্চ কূটনৈতিক প্রতিবেদকের সংগঠন ডিক্যাবে প্রতিষ্ঠিত হয়।
কালের আলো/এমএইচএ