‘কুৎসিত লোকগুলো যেন সংসদে প্রবেশ করতে না পারে’
প্রকাশিতঃ 6:18 pm | January 18, 2025
কুমিল্লা প্রতিবেদক, কালের আলো:
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘আমাদের রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত করতে হবে। স্বৈরাচার ফ্যাসিস্ট যেন ফিরে এসে সংসদে আসন নিতে না পারে। আর রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে। ওই দুর্বৃত্তরা যারা মানুষ খুন করেছে, যারা বিচারবহির্ভূত হত্যা করেছে, যারা বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে, যারা মানবতাবিরোধী অপরাধ করেছে তারা যেন কোন রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্ত না হতে পারে। কোন রাজনীতিতে তারা যেন ভূমিকা রাখতে না পারে। সেদিকে খেয়াল রাখতে হবে।’
আজ শনিবার (১৮ জানুয়ারি) কুমিল্লা বার্ডে ময়নামতি মিলনায়তনে কুমিল্লা বাঁচাও মঞ্চ আয়োজিত ড্রিম মেগাসিটি কুমিল্লা ও এ.এইচ.কে স্যাটেলাইট সিটি বিষয়ে প্রণীত কার্যপত্র মূল্যায়ন ও অনুমোদন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কার্যপত্রটি প্রণয়ন ও উপস্থাপন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।
ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তাদের যোগ্যতা-অযোগ্যতার ব্যাপারে আমরা অনেকগুলি সুপারিশ দিয়েছি। যাতে কুৎসিত লোকগুলো যেন ওই সুন্দর ইমারতটাতে (সংসদ) প্রবেশ করতে না পারে। কুৎসিততম লোকগুলো দূরে রাখার অনেকগুলি সুপারিশ করেছি। আশাকরি সরকার এবং রাজনৈতিক দলগুলি এগুলো গ্রহণ করবেন। তার মাধ্যমে আমরা সুন্দর একটি ভবিষ্যতের দিকে এগিয়ে যাবো।’
সেমিনারে বক্তব্য রাখেন সুপ্রীম কোর্ট হাইকোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, বার্ডের অতিরিক্ত মহা পরিচালক ড. আবদুল করিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম এম শরীফুল করিম, কারিগরি মতামত প্রদান করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রকৌশলী আবু সায়েম মজুমদার, জাতীয় সমবায় ইউনিয়নের সহ-সভাপতি অ্যাড. কাজী নাজমুস সাদাত, কুমিল্লা বাঁচাও মঞ্চের সভাপতি অ্যাড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক অ্যাড. মোতালেব হোসেন মজুমদার।
কালের আলো/এএএন/কেএ