বিএনপি এই অবস্থায়ও নির্বাচনে আসবে : ওবায়দুল কাদের

প্রকাশিতঃ 3:14 pm | February 17, 2018

কালের আলো রিপোর্ট:

বেগম খালেদা জিয়ার সাজা ও নির্বাচন নিয়ে টানাপোড়েন চলছেই। বর্তমানে নেতৃবিহীন বিএনপি আদৌ নির্বাচনে আসবে কিনা তা নিয়ে বিভেদ হলেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘‘বিএনপি এই অবস্থায়ও নির্বাচনে আসবে।”

শনিবার ফেনী সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

নির্দলীয় সরকারের অধীনে না হওয়ায় দশম সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি। এই বছরের শুরুতে অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনের সময়ও নিরপেক্ষ সরকারের দাবি তুলে তা নিয়ে সংলাপ চাইছে দলটি।

তবে আওয়ামী লীগ নেতারা বরাবরই বলে আসছেন, সংবিধান অনুসরণ করে শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। তাতে বিএনপি না এলে তাদের কিছু যায়-আসে না। এর মধ্যে দুর্নীতির মামলায় সাজার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর দুই দলের দূরত্ব আরও বেড়েছে।

ফেনী সার্কিট হাউসে ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নে বলেন, “খালেদা জিয়া কারাগারে থাকায় বিএনপি আরও বেশি শক্তিশালী হয়েছে বলে দাবি করছে তারা। তাহলে কিসের আলোচনা? বিএনপি নির্বাচনে আসবেই, আলোচনার প্রয়োজন নেই।”

খালেদা জিয়াকে কারাগারে রেখেই বিএনপি নির্বাচনে নির্বাচনে অংশ নিতে পারে বলে উল্লেখ করে তিনি বলেন, “জোরালো কর্মসূচি পালনের ‘সামর্থ্য নেই’ বলে বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছে।”

খালেদা জিয়ার রায়ের অনুলিপি আটকে রাখায় সরকারের হাত আছে বলে যে অভিযোগ বিএনপি নেতারা করছেন তার জবাবে তিনি বলেন, “খালেদা জিয়ার মামলার ৬৩২ পৃষ্ঠার রায়ের সার্টিফাইড কপি পেতে যুক্তিসঙ্গত কিছু সময় লাগেই। এ নিয়ে ধূম্রজাল সৃষ্টি করার প্রয়োজন নেই। শিগগিরই রায়ের কপি পেয়ে যাবে আইনজীবীরা।”