বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে ময়মনসিংহ মহানগর কৃষক দলের দোয়া মাহফিল
প্রকাশিতঃ 12:11 am | January 19, 2025
ময়মনসিংহ প্রতিবেদক, কালের আলো:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে ময়মনসিংহ মহানগর কৃষক দলের ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেল তিনটায় নগরীর মহারাজা রোডে দলের সদস্য সচিব সুলতান আহমেদের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই দোয়া মাহফিলে মহানগরের ৩৩টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ময়মনসিংহ মহানগর বড় মসজিদের আলেম ও ইমাম মাওলানা রইস উদ্দিন। আলোচনা সভায় সদস্য সচিব সুলতান আহমেদ বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনের চিকিৎসাধীন রয়েছেন। আমরা দেশনেত্রীর আশু রোগ মুক্তি কামনা করছি।
কালের আলো/এমডিএইচ