নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণ, নিহত ৭৭
প্রকাশিতঃ 11:22 am | January 19, 2025
আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৭৭ জনের মৃত্যু এবং ২৫ জন আহত হয়েছেন।
রোববার (১৯ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এতে বলা হয়, উত্তর-মধ্য নাইজার প্রদেশের সুলেজা এলাকায় শনিবার জ্বালানিবাহী এই ট্যাংকারটি উল্টে যাওয়ার পর অনেকেই রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের চেষ্টা করেন। আর সেই সময় ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে। এতেই ঘটে হতাহতের ঘটনা।
নাইজারের গভর্নর উমারু বাগো এক বিবৃতিতে জানান, বিস্ফোরণ উদ্বেগজনক, হৃদয়বিদারক ও দুর্ভাগ্যজনক ছিল। নিহতের পাশাপাশি আরও অনেকের শরীর বিভিন্ন মাত্রায় পুড়ে গেছে।
নাইজেরিয়ায় মারাত্মক অর্থনৈতিক সংকট চলছে। এর মধ্যে গত দেড় বছরে দেশটিতে জ্বালানি তেলের দাম পাঁচ গুণ বেড়েছে। এ মূল্যবৃদ্ধির কারণেই অনেকে দুর্ঘটনাকবলিত ওই ট্যাংকার থেকে জ্বালানি সংগ্রহ করতে গিয়েছিলেন।
উল্লেখ্য, নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ এবং সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা। প্রায় সময়ই রাস্তার খারাপ অবস্থা এবং খারাপভাবে রক্ষণাবেক্ষণ করা যানবাহনের কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।
গত অক্টোবরে দেশটির জিগাওয়া রাজ্যে একই ধরনের একটি ঘটনায় ১৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
কালের আলো/এসএকে