ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশা চালকের, সড়ক অবরোধ
প্রকাশিতঃ 1:26 pm | January 19, 2025
নারায়ণগঞ্জ প্রতিবেদক, কালের আলো:
নারায়ণগঞ্জের বন্দরে ট্রাকচাপায় আসাদ মিয়া নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও তিন যাত্রী।
রোববার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার বন্দর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসাদ পুরান বন্দর এলাকার মৃত আমির হোসেনের ছেলে।
এ সময় বিক্ষুব্ধ জনতা গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে। এতে দুইপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মদনগঞ্জ থেকে যাত্রী নিয়ে মদনপুর যাওয়ার পথে দ্রুতগামী ট্রাকটি অটোরিকশাকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। আহত হন অটোরিকশায় থাকা তিন যাত্রী। তাদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়। দুর্ঘটনা পর ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যায়।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গ পাঠানো হয়েছে। ট্রাকটি শনাক্তকরার চেষ্টা চলছে।
কালের আলো/এসএকে