গাজায় ফের হামলা শুরু ইসরায়েলের
প্রকাশিতঃ 3:47 pm | January 19, 2025
আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
হামাস যুদ্ধবিরতি চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে, এই অভিযোগ করে গাজায় ফের হামলা শুরুর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি এক সংক্ষিপ্ত বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, রবিবার সকাল পর্যন্ত হামাস তার শর্ত পূরণ করতে পারেনি। চুক্তি অনুযায়ী হামাস ইসরায়েলকে জিম্মিদের তালিকা দেয়নি।
ড্যানিয়েল হ্যাগারি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে- যতক্ষণ পর্যন্ত হামাস তার দায়িত্ব পালন না করছে ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে না। যতক্ষণ না হামাস চুক্তির প্রতি তার বাধ্যবাধকতা পূরণ করছে, ততক্ষণ গাজায় ইসরায়েলের সামরিক বাহিনী হামলা চালিয়ে যাবে
স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে ৮টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। এ ছাড়া যুদ্ধবিরতি চুক্তি কার্য কর হওয়ার ২৪ ঘণ্টা আগে ইসরায়েলি জিম্মিদের তালিকা দেওয়ার কথা ছিল হামাসের। কিন্তু হামাস বলছে, ‘প্রযুক্তিগত কারণে’ তালিকা পাঠাতে বিলম্ব হয়েছে।
কালের আলো/এসএকে