আ.লীগ নির্বাচনে এলে বিএনপির কিছু আসে যায় না : মিন্টু
প্রকাশিতঃ 10:24 pm | January 19, 2025
পিরোজপুর প্রতিবেদক, কালের আলো:
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপিকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগ যদি নির্বাচন করে, তবে একটি প্রতিদ্বন্দ্বী দল হিসেবে নির্বাচন করবে। আওয়ামী লীগ নির্বাচনে এলে বিএনপির কিছু আসে যায় না। তবে ওই সময় যারা অন্যায় করেছে, যারা এ অন্যায়ের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার করতে হবে।
তিনি বলেন, ভবিষ্যতে বিএনপিকে আরও শক্তিশালী, সুসংগঠিত করে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে যেতে হবে। আমাদের এখন লক্ষ্য-উদ্দেশ্য হলো দেশে গণতান্ত্রিক সরকার, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। বিএনপিকে সেই সংগ্রাম চালিয়ে যেতে হবে।
রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় পিরোজপুরের টাউন ক্লাব অডিটোরিয়ামে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সঙ্গে বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে আবদুল আউয়াল মিন্টু বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সংগঠনবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে ১ হাজার ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিএনপি। এছাড়াও অনেকের বিরুদ্ধে তদন্ত চলছে। বিএনপির লোকজন করছে, তার থেকে অন্য লোকেরা বেশি বলছে। বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য অনেকে এ রকম কাজ করে বিএনপির নেতাকর্মীদের ওপর চাপিয়ে দিতে চেষ্টা করে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির স্ট্যান্ডিং কমিটি অত্যন্ত সচেষ্ট। যে কোনো মাধ্যমে খবর পাওয়ার সাথে সাথেই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জামায়াতের সাথে বৈরী সম্পর্কের প্রশ্নে আবদুল আউয়াল মিন্টু বলেন, আমাদের সাথে আওয়ামী লীগ কিংবা জামায়াতের কারও কোনো দ্বন্দ্ব নাই। যে যার দলীয় মতাদর্শে পরিচালিত। তবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি দলকে সুসংগঠিত করছে এবং সেই লক্ষ্যে দলটি সর্বত্র সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছে।
বিএনপি নির্বাচন কখন চায়- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের একটি সময়সীমা তো অন্তর্বর্তীকালীন সরকার বেঁধে দিয়েছে। আশা করি সেই সময়ের মধ্যেই নির্বাচন হবে।
এর আগে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় টাউন ক্লাব অডিটোরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আবদুল আউয়াল মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান এবং মাহাবুবুল হক নান্নু। মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
কালের আলো/এমডিএইচ