হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর
প্রকাশিতঃ 10:27 am | January 20, 2025
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে।
জানা যায়, সন্ধ্যায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় হঠাৎ বুকের বাঁ পাশে ব্যথা অনুভব করেন তিনি। পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।
দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার কারাগার থেকে মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
কালের আলো/এএএন/কেএ