‘প্রেমে’ ছ্যাঁকা, তাহলে কি শিকড়ে ফিরছেন নেইমার
প্রকাশিতঃ 9:13 pm | January 20, 2025
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
সৌদি প্রো লিগের দল আল হিলালের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ ফুরাবে জুনে। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন গত সপ্তাহে জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের ফুটবলে যোগ দিতে মেজর লিগ সকারের (এমএলএস) দলগুলোর সঙ্গে প্রাথমিক আলাপ শুরু করেছেন নেইমার। শিকাগো ফায়ারের পাশাপাশি লিওনেল মেসি–লুইস সুয়ারেজদের ইন্টার মায়ামির নামও উঠে এসেছিল সে প্রতিবেদনে।
এবার ইএসপিএনই সূত্র মারফত জানিয়েছে অন্য খবর। আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে নেইমার নাকি ফিরতে চাচ্ছেন তাঁর শিকড়ে। সেটা অবশ্যই ব্রাজিলে। তবে নেইমারের শিকড় বলতে ব্রাজিলের ক্লাব সান্তোসকেই সবাই বুঝে নেন। এই ক্লাবে থাকতেই তাঁর প্রতিভার ঝলক দেখতে শুরু করে ফুটবল–বিশ্ব।
নেইমারের সান্তোসে ফেরার চেষ্টার ব্যাপারটি এখনো পর্যন্ত গুঞ্জন হলেও একেবারে উড়িয়ে দেওয়ার অবকাশ নেই। কারণ, ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ও জানিয়েছে, সান্তোস ও নেইমার এ বিষয়ে চুক্তিতে পৌঁছেছে এবং ব্রাজিলিয়ান তারকা আল হিলালের সঙ্গে চুক্তি বাতিলের চেষ্টা করছেন।
গ্লোবোর প্রতিবেদনে বলা হয়েছে, ‘নেইমারের ফেরার বিষয়ে সান্তোস খুবই আশাবাদী। আল হিলালের সঙ্গে তাঁর চুক্তি বাতিলে এই সপ্তাহটি হবে নিষ্পত্তিমূলক।’ প্রতিবেদনের আরেকটি অনুচ্ছেদে লেখা হয়েছে, ‘চুক্তি বাতিলের বিষয়টি প্রক্রিয়াধীন। তবে ব্যাপারটি সহজ নয়। একটি আর্থিক চুক্তি করতে হবে, কারণ, আল হিলালের কাছে এখনো সাড়ে ৬ কোটি ডলার পাওনা নেইমারের, যেটা তিনি ছাড়তে চাচ্ছেন না। যদিও তিনি ক্লাবটি ছাড়তে চান।’
হচোটের কারণে প্রায় এক বছর বাইরে থাকার পর গত বছর অক্টোবরে আল হিলালের হয়ে মাঠে ফেরেন নেইমার। কিন্তু পরের মাসেই ক্লাবটির হয়ে দ্বিতীয় ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে আবার মাঠের বাইরে ছিটকে পড়েন। এখন আবারও মাঠে ফেরার লড়াই চলছে তাঁর।
এদিকে আল হিলালের কোচ জর্জ জেসুস গত শুক্রবার বলেছেন, ‘নেইমারের ভবিষ্যৎ নিয়ে আমি কিছু জানি না। সৌদির প্রো লিগ বিশ্বের অন্যতম সেরা এবং আমরা যে মানের খেলায় অভ্যস্ত, নেইমার এখন আর সে পর্যায়ে খেলতে পারে না।’ গ্লোবোও জানিয়েছে, আল হিলাল নেইমারকে বলে দিয়েছে তারা সৌদি প্রো লিগের জন্য নেইমারকে নিবন্ধিত করবে না।
অর্থাৎ সুস্থ হয়ে ওঠার পর আল হিলালে নেইমারের নিয়মিত ম্যাচ খেলার নিশ্চয়তা নেই। সূত্র ইএসপিএনকে জানিয়েছে, ছয় মাসের জন্য সান্তোসে ফেরার বিষয়ে ক্লাবটির সঙ্গে কথা বলেছেন ৩২ বছর বয়সী নেইমার। সূত্র আরও জানিয়েছে, সান্তোসে তাঁর ফেরার বিষয়ে পারিশ্রমিক কোনো বাধা হবে না।
সান্তোসের প্রধান নির্বাহী পেদ্রো মার্টিনস অবশ্য নেইমারের ধারে ফেরার বিষয়টি উড়িয়ে দিয়ে বলেছেন, ‘কোনো কিছুই এগোয়নি, আবার কোনো কিছু বন্ধও হয়নি। নেইমারের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ক্লাব, সে তার বর্তমান ক্লাবের সঙ্গে কীভাবে সবকিছু সমাধান করে, তাতে চোখ রাখছে। ক্লাবটির সঙ্গে নেইমারের চুক্তি আছে। তারা যদি সেখানে (সৌদি আরবে) সেটা সমাধান করতে পারে, আমরা তখন মূল্যায়ন করব তার এখানে আসার ধরনটা কেমন হতে পারে।’
গ্লোবো জানিয়েছে, চলতি মাসের শেষ দিকে সান্তোসে ফেরার পরিকল্পনা রয়েছে নেইমারের। তাতে সান্তোসের হয়ে ব্রাজিলের সবচেয়ে পুরোনো লিগ কাম্পেওনাতো পলিস্তায় খেলতে পারবেন। তবে সংবাদমাধ্যমটি নেইমারের সান্তোসে ফেরার কিছু কারণও ব্যাখ্যা করেছে। প্রথম কারণ হলো, ফুটবল খেলায় আগে যে ‘আনন্দ’ পেতেন, সেটা পুনরুদ্ধার করতে সান্তোসকেই তাঁর আদর্শ বলে মনে হয়েছে।
এই ক্লাবের বয়সভিত্তিক দলে বেড়ে ওঠা নেইমার ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত খেলেছেন মূল দলেও। এর পাশাপাশি শারীরিকভাবেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে সান্তোসে ফিরতে চান তিনি।
সান্তোসের সমর্থকদের ভালোবাসাও নেইমারের কাছে গুরুত্বপূর্ণ। কিছুদিন আগে সান্তোসে ফিরে ক্লাবটির সমর্থকদের অকুণ্ঠ ভালোবাসা পেয়েছেন। পাশাপাশি ব্রাজিল জাতীয় দলে তাঁর ফেরার বিষয়টিও মাথায় রাখতে হবে। সে জন্য ক্লাব ফুটবলে নিয়মিত ম্যাচ খেলা প্রয়োজন। আল হিলালে এশিয়ান চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপ ছাড়া সেই সুযোগ নেই। কিন্তু সান্তোসে সেই সুযোগ আছে এবং আগামী মার্চে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচও আছে ব্রাজিলের। তখন জাতীয় দলে ফেরার বিষয়টি মাথায় রাখলে নেইমারকে এখন থেকেই নিয়মিত ম্যাচ খেলতে হবে।
কালের আলো/এসএকে