পাকিস্তান সফরে বাংলাদেশ সামরিক প্রতিনিধি দল, পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার আশাবাদ
প্রকাশিতঃ 11:06 pm | January 20, 2025
বিশেষ সংবাদদাতা, কালের আলো:
বহু বছর পর পাকিস্তান সফর করেছে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান প্রতিনিধি দলটির নেতৃত্ব দিয়েছেন। ৬ সদস্যের সামরিক প্রতিনিধি দলটি গত ১৩ থেকে ১৮ জানুয়ারি পাকিস্তান সফর শেষে ইতোমধ্যেই দেশে ফিরেছেন।
এই সফরে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির এবং চেয়ারম্যান জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি (সিজেসিসি) জেনারেল সাহির শামশাদ মির্জাসহ নৌ ও বিমানবাহিনী প্রধানের সঙ্গে পৃথক পৃথক বৈঠক ও মতবিনিময় করেন।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সাক্ষাৎকালে প্রতিনিধিরা দুই দেশের মধ্যকার সামরিক বাহিনীর পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা করেন। পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, দীর্ঘ সময় পর বাংলাদেশের উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দলের পাকিস্তান সফরকে দুই দেশের মধ্যে উষ্ণ সম্পর্কের ইঙ্গিত হিসেবে বিবেচনা করা হচ্ছে। পাকিস্তানের প্রথম সারির গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এই সফরকে ‘বিরল’ আখ্যায়িত করেছে। আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়ে নিজেদের মধ্যকার সহযোগিতার বিষয়টি নিয়েও উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।
কালের আলো/এমএএএমকে