নবম কর্নেল কমান্ড্যান্ট পেলো সাঁজোয়া কোর, বাৎসরিক অধিনায়ক সম্মেলনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা সেনাপ্রধানের
প্রকাশিতঃ 11:12 pm | January 20, 2025
বিশেষ সংবাদদাতা, কালের আলো:
সাঁজোয়া কোরকে বলা হয় ‘কিং অব দ্য বাটেল’ বা সমর সম্রাট’। যেকোনো যুদ্ধের জয় পরাজয় নির্ধারণে সাঁজোয়ার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মুখ সমরের অগ্রসেনা সাঁজোয়া কোরকে তাই বাংলাদেশ সেনাবাহিনীর জ্যেষ্ঠতম কোর হিসেবে গণ্য করা হয়। ‘প্রাণ দেব মান নয়’, এই মূলমন্ত্র ধারণ করে সাঁজোয়া কোরের সদস্যরা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারেও অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা গুরুত্বের সঙ্গেই উচ্চারণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (২০ জানুয়ারি) বগুড়া সেনানিবাসস্থ আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুলে (এসিসিএন্ডএস) কোরটির ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে এই চার তারকা জেনারেল আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য আহ্বান জানান। একই সঙ্গে তিনি আত্মত্যাগের মানসিকতা নিয়ে কাজ করে যাওয়ারও দিকনির্দেশনা প্রদান করেন। প্রত্যেক সদস্য আগামী দিনে দেশ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুলে (এসিসিএন্ডএস) এসে পৌঁছলে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান, সাঁজোয়া কোরের কর্নেল কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ, ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল আসাদুল হক ও এসিসিএন্ডএস’র কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল বেনজির আহমেদ তাকে স্বাগত জানান।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনী প্রধান সম্মেলনে উপস্থিত সাঁজোয়া কোরের ইউনিটসমূহের অধিনায়ক এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে কোরের তথা বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নকল্পে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পরে সেনাপ্রধান আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুলে বৃক্ষ রোপণ ও অধিনায়কদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন। এ সময় আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমানসহ উর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাঁজোয়া কোরের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত মেজর জেনারেল হাবীব উল্লাহ
গত রোববার (১৯ জানুয়ারি) সাঁজোয়া কোরের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ। তিনি সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ’র স্থলাভিষিক্ত হয়েছেন। রোববার (১৯ জানুয়ারি) বগুড়া সেনানিবাসস্থ শহীদ লেফটেন্যান্ট বদিউজ্জামান প্যারেড গ্রাউন্ডে সামরিক ঐতিহ্য ও রীতি অনুযায়ী সাঁজোয়া কোরের ‘কর্নেল কমান্ড্যান্ট’ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় সাঁজোয়া কোরের সকল ইউনিটের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাবীব উল্লাহকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন।
কালের আলো/এমএএএমকে