যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন মার্কো রুবিও

প্রকাশিতঃ 3:16 pm | January 21, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন মার্কো রুবিও। তিনি সিনেটে সর্বসম্মতভাবে ৯৯-০ ভোট পেয়ে এ পদের জন্য নিশ্চিত হয়েছেন।

রুবিও সাংবাদিকদের বলেন, এ পদের জন্য নির্বাচিত হওয়ার নিশ্চিত খবরটি পেয়ে তিনি ‘ভালো’ বোধ করছেন।

এটি তার জন্য ‘বিশাল সম্মানের’ বিষয় বলেও জানান রুবিও।

তিনিই এবারের এই ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে নির্বাচিত হলেন।

মার্কো রুবিও ফ্লোরিডা অঙ্গরাজ্যের রিপাবলিকান দলীয় সেনেটর। তিনি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট ইসরায়েলের সমর্থক হিসেবে পরিচিত।

কালের আলো/এমডিএইচ