আইনশৃঙ্খলা বাহিনীর নতুন পোশাক নিয়ে যা বললেন শাওন

প্রকাশিতঃ 3:40 pm | January 21, 2025

বিনোদন ডেস্ক, কালের আলো:

পুলিশ, র‌্যাব ও আনসারের নতুন পোশাকের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। তিন বাহিনীর ইউনিফর্ম বদল নিয়ে সরকারের যুক্তি– বাহিনীগুলোকে ঢেলে সাজাতে প্রতীকী এই পরিবর্তন। এ নিয়ে সোমবার (২০ জানুয়ারি) দিনভর সোশ্যাল মিডিয়ায় নানা মতামত দেখা যায় নেটিজেনদের। অন্য সবার মতোই বিষয়টি নিয়ে কথা বলেছেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

সোমবার (২০ জানুয়ারি) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর নতুন পোশাক পরিহিত তিন সদস্যের একটি ছবি পোস্ট করেন শাওন। এরপর সেখানে ক্যাপশনে লিখেছেন, পোশাক কেমন হলো এই আলাপে যাচ্ছি না। পোশাকের নকশা পরিবর্তন এই সময়ে জরুরি ছিল কি না, সেই প্রশ্নও করব না। নতুন পোশাকের রং কোনো বিশেষ দেশের সঙ্গে মিলে গেছে নাকি ইচ্ছাকৃতভাবে মিলিয়ে করা হয়েছে, সেই কথা মাথায় আসলেও মুখে আনব না। আমার শুধু একটাই কৌতূহল।

তিনি আরও লেখেন, এই তিন বাহিনীর সবার জন্য কয়েক লাখ সেট নতুন পোশাক বানাতে প্রকৃতপক্ষে কত টাকা খরচ হবে এবং টেন্ডারে কত টাকা খরচ দেখানো হবে? সেই টেন্ডার যারা পাবেন, তারা কি আত্মীয়তা, রাজনৈতিক দল, জুলাই বিপ্লব নাকি অন্য কোনো কোটায় পাবেন?

এদিকে শুক্রবার (১৭ জানুয়ারি) এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী শাওন। বড় ছেলে নিষাদ হুমায়ূনকে নিয়ে নিউমার্কেটে শপিং করতে গিয়েছিলেন তিনি। সেখানে রাস্তা পার হতে গিয়ে ইঞ্জিনচালিত রিকশার ধাক্কায় আহত হন এ অভিনেত্রী।

কালের আলো/এসএকে