জুয়ার আসর থেকে ১৩ জুয়াড়ি গ্রেপ্তার
প্রকাশিতঃ 4:58 pm | January 21, 2025
চট্টগ্রাম প্রতিবেদক, কালের আলো:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জুয়ার আসর থেকে ১৩ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের মৌলভীবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- আলী আব্বাস (২৪), মো. রায়হান (২০), মো. আরাফাত (১৯), মো. নাছির (২০), মো. তৌহিদ (১৯), মো. সিহান (২২), মো. শরীফ (১৯), মো. নাছির (৪৩), মো. সাজ্জাদ (২২), আব্দুল হাকিম (১৯), মো. শরীফ (২০), মো. মেহেরাজ (২৪) ও শীপ্লক শীল (৪৫)।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, এলাকাটিকে জুয়াড়িরা নিয়মিত জুয়ার আসরে পরিণত করেছিল। ওই জুয়ার আসর থেকেই তাসসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
কালের আলো/এসএকে