গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিতঃ 11:05 pm | January 21, 2025

গাজীপুর প্রতিবেদক, কালের আলো:

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুট গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দের ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুনে তিনটি গুদাম পুড়ে গেছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১০টা ১০মিনিটের আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।

তিনি বলেন, গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় রাত পৌনে ৯টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ও ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের একটিসহ চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। রাত ১০টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে তিনি জানান।

কালের আলো/এসএকে