চট্টগ্রামের সাবেক এমপি নদভী ৪ দিনের রিমান্ডে

প্রকাশিতঃ 12:26 pm | January 22, 2025

চট্টগ্রাম প্রতিবেদক, কালের আলো: 

বিস্ফোরণ দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতকানিয়া ও লোহাগাড়া থানায় হওয়া পৃথক দুই মামলায় চট্টগ্রাম-১৫ আসনের (সাতকানিয়া-লোহাগাড়া) সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর ৪দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসার আদালত। পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থায় সাবেক এই সংসদ সদস্যকে আদালতে তোলা হয়।

বুধবার (২২ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে তাকে আদালতে নেওয়া হয়। এ সময় বেশ বিমর্ষ ছিলেন তিনি। দুপাশ থেকে দুজন পুলিশ সদস্য তাকে ধরে রেখেছিলেন।

নদভীকে আদালতে তোলার সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের লিফটের সামনেই দাঁড়িয়ে ছিলেন তার মেয়ে এবং ভাগিনা। এ সময় তারা কথা বলতে চাইলেও পুলিশের বাধায় তা হয়নি।

আদালত সূত্রে জানা যায়, বিস্ফোরণ দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০২৪ সালের ৮ অক্টোবর সাতকানিয়া থানায় দায়ের হওয়া এবং একই বছরের ২৬ আগস্ট লোহাগাড়া থানায় দায়ের হওয়া মামলায় সাবেক এই এমপি নদভীকে ৩দিন করে মোট ৬দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ২ মামলায় ৪দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

কালের আলো/এসএকে