২০১৮ সালের রাতের ভোটের ‘কুশীলবদের’ বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
প্রকাশিতঃ 5:22 pm | January 22, 2025
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ, জাল-জালিয়াতি, দিনের ভোট রাতে করা এবং আর্থিক লেনদেনের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, অভিযোগ অনুসন্ধানের জন্য ৫ সদস্যের একটি টিম গঠন করেছে কমিশন। তারা অভিযোগ বিষয়ে বিভিন্ন ভিডিও, দেশি-বিদেশি সংবাদমাধ্যমে প্রচারিত সংবাদ এবং নির্বাচনের ফলাফল পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম সম্পন্ন করে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করবে।
কালের আলো/এএএন/কেএ