চিটাগাংকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে ঢাকা
প্রকাশিতঃ 5:36 pm | January 22, 2025
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
আসরে জুড়েই ধারাবাহিক তানজিদ তামিম। আরো একবার রান এসেছে তার ব্যাট থেকে। এই ওপেনারের বড় ফিফটিতে চিটাগাং কিংসকে ৮ উইকেটে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। এই জয়ে পয়েন্ট টেবিলের চারে ওঠে আসলো ঢাকা। অন্যদিকে এই হারে তিনে নেমে গেছে কিংসরা।
বুধবার ঘরের মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান করেছে চট্টগ্রাম। জবাবে খেলতে নেমে ১৮ ওভার ১ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে গেছে ঢাকা।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত শুরু পায় ঢাকা। আসরের শুরুর দিকে রান না পাওয়া লিটন এবার ফর্মে ফেরার আভাস দিচ্ছেন। আজকের ম্যাচেও তানজিদ তামিমের সঙ্গে ৭৫ রানের জুটি গড়েছেন এই অভিজ্ঞ ওপেনার। ২৫ রান করে লিটন সাজঘরে ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। তবে ততক্ষণে রান তাড়ায় শক্ত ভিত পায় ক্যাপিটালসরা।
তিনে নেমে সুবিধা করতে পারেননি মুনিম শাহরিয়ার। ১৮ বল খেলে ১২ রান করেছেন এই টপ অর্ডার ব্যাটার। তবে তাতে খুব বেশি সমস্যা হয়নি ঢাকার। কারণ আরেক প্রান্তে দায়িত্ব নিয়ে খেলেছেন তামিম। ৫৪ বলে অপরাজিত ৯০ রানের ইনিংস খেলেছেন তিনি। এই ইনিংস খেলার পথে ২৮ বলে ফিফটি করেন তামিম।
এর আগে ব্যাট করতে দুই ওপেনারের ব্যাটে নেমে ভালো শুরু পায় চিটাগাং। ১৯ বলে ২৩ রান করে জুবাইদ আকবারি সাজঘরে ফিরলে ভাঙে ৪০ রানের উদ্বোধনী জুটি। এরপর গ্রাহাম ক্লার্কের সঙ্গেও ৪৯ রানের জুটি গড়েন নাঈম ইসলাম। তাতে শক্ত ভিত পায় দল।
তবে মিডল অর্ডার ব্যাটাররা সুবিধা করতে পারেননি। নাঈম ৪৪ রান করে ফিরলে আর বড় কোনো জুটি হয়নি। শামিম হোসেন-হোসাইন তালাতরা দ্রুত ফিরলে দেড়শ স্পর্শ করতে পারেনি চিটাগাং।
কালের আলো/এমডিএইচ