বাবা-মা চাননি আমি পৃথিবীতে আসি: অপু বিশ্বাস 

প্রকাশিতঃ 5:40 pm | January 22, 2025

বিনোদন ডেস্ক, কালের আলো:

অসংখ্য জনপ্রিয় সিনেমার নায়িকা অপু বিশ্বাস। ভক্তরা ভালোবেসে ডাকেন ঢালিউড কুইন। তবে বাবা চাননি অপু বিশ্বাস পৃথিবী মুখ দেখুক। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন অপু।

তিন ভাইবোনের পর জন্ম অপুর। সেকারণেই বাবা-মায়ের অনীহা ছিল তাকে পৃথিবীতে আনতে। আর কোনো সন্তানের জন্ম দিতে।

অপু বলেন, ‘বাবা মা ওই সময় তো এতো বুঝতেন না। যতটুকু মার মুখে শোনা যে ৫ মাস পর হয়তো জানতে পেরেছেন যে আমি আসছি। তো তখন মা-বাবা চাচ্ছিলেন না। যেহেতু আমার তিন ভাইবোন অলরেডি ছিলেন।’

বাবার চেয়ে কাকা ছিলেন সবচেয়ে কাছের মানুষ। এরকম উল্লেখ করে অপু বলেন, ‘কাকা আমার সবকিছু। একদম স্কুল থেকে সবকিছু। বাবাও অনেক ভালোবাসেন। কিন্তু আমার সমস্ত আবদার ছিল কাকার কাছে।’

অপু বিশ্বাসকে শেষ দেখা গেছে ‘ট্র্যাপ’ও ‘ছায়াবৃক্ষ’সিনেমায়। গত বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল ছবি দুটি।

কালের আলো/এমডিএইচ