‘বাংলা ভাষার বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
প্রকাশিতঃ 4:49 pm | March 18, 2019
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লেখা নিয়ে প্রকাশিত ‘বাংলা ভাষার বঙ্গবন্ধু’ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৮ মার্চ) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতেই বইটির মোড়ক উন্মোচন করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ‘বাংলা ভাষার বঙ্গবন্ধু’ নামে একটি বই প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইটির মোড়ক উন্মোচন করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জার্নি পাবলিকেশন্স বইটি প্রকাশ করেছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, বাংলা ভাষায় বঙ্গবন্ধুকে নিয়ে যত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লেখা আছে সেগুলোর সংকলন এই বই।
কালের আলো/এমএইচএ