সাত দিনের আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন ম্যাটস শিক্ষার্থীরা
প্রকাশিতঃ 8:42 pm | January 22, 2025
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
৪ দফা দাবি পূরণে সাত দিনের আল্টিমেটাম দিয়ে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে শাহবাগ ছেড়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।
বুধবার (২২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে রাজধানীর শাহবাগ মোড় থেকে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ফলে সন্ধ্যা ৬টার দিকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে অবিলম্বে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ ও কর্মসংস্থান তৈরিসহ চার দফা দাবিতে দুপুর থেকে শাহবাগে অবস্থান নেন শিক্ষার্থীরা। দীর্ঘ সময় ধরে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ থাকায় এর প্রভাবে পড়ে আশপাশের বিভিন্ন সড়কে; তৈরি হয় তীব্র যানজট। ফলে ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী।
এদিকে আজকের মতো কর্মসূচির প্রত্যাহারের ঘোষণা দেন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সমন্বয়ক মুজাহিদুল ইসলাম।
তিনি বলেন, ‘সচিবালয়ে আলোচনায় উনারা আমাদের দাবি মেনে নেবেন বলে জানিয়েছেন। তবে আমাদের কাছে তারা একটু সময় চেয়েছেন। আমরা তাদের সাত দিনের সময় দিয়েছি। এরমধ্যে দাবি পূরণ না হলে আমরা লংমার্চ কর্মসূচি দেব।’
এর আগে বেলা সাড়ে ১১টায় শাহবাগ জাদুঘরের সামনে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করে শাহবাগ মোড় অবরোধ করেন ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ।
পরে দাবি পূরণে এক ঘণ্টার সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ে মধ্যে আশ্বাস না পেয়ে দুপুরের পরপরই শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এরপর ৬ সদস্যের একটি কমিটি সচিবালয়ে বৈঠকে যায়।
তাদের দাবিগুলো হলো:
১) অবিলম্বে ১০ম গ্রেডে শূন্যপদে নিয়োগ ও সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টি
২) ইন্টার্নশিপ ভাতা ও কোর্স কারিকুলাম সংশোধন
৩) প্রস্তাবিত Allied Health Professional Board বাতিল করে স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড প্রতিষ্ঠা
৪) অবিলম্বে বিএমএনডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের এই দাবিগুলো অনেক আগের। আমাদের নিয়োগ প্রক্রিয়া গত ১২ বছর ধরে আটকে আছে। এ নিয়ে ২০১৭, ২০২৩ ও ২০২৪ সালেও আন্দোলন হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি।’
তারা বলেন, ‘আমাদের সেক্টর থেকে প্রাইভেট ও সরকারিতে কোনো চাকরি নেই। স্বাস্থ্য খাতে ম্যাটসের লোক থাকার কথা থাকলেও দুর্ভাগ্যবশত তা নেই। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে সাব অ্যাসিস্টেন্ট মেডিকেল অফিসার (এসএসিএমও) পদ থাকলেও নিয়োগ বন্ধ আছে। আমরা এই বৈষষ্যের অবসান চাই।’
সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আহমাদুল্লাহ মানসুর বলেন, ‘আমাদের দাবিগুলো নিয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এক ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলাম। নির্ধারিত সময়ে তারা আমাদের দাবি মেনে নেয়নি। আমরা তাদের সাত দিনের সময় দিয়েছি। আগামী সাত দিনের মধ্যে দাবি মানা না হলে অবরোধ কর্মসূচি চলমান থাকবে।’
কালের আলো/এএএন/কেএ