১২ ডেপুটি জেলারের বদলি

প্রকাশিতঃ 8:49 pm | January 22, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দেশের বিভিন্ন কারাগারের ১২ ডেপুটি জেলারকে বদলি কারা অধিদপ্তর। বুধবার (২২ জানুয়ারি) এক আদেশে তাদের বদলি করা হয়।

অফিস আদেশে সই করেন কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালে

অফিস আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ দ্রুত কার্যকর করা হবে।

 

এদিকে পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল হয়েছে। পুলিশের ২০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করেছে সরকার।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক আদেশে তাদের বদলি করা হয়।

যে ১২ ডেপুটি জেলার বদলি হলেন

কালের আলো/এএএন/কেএ