চট্টগ্রামে সিইপিজেডে শ্রমিকদের মধ্যে সংঘর্ষ
প্রকাশিতঃ 12:41 pm | January 23, 2025
চট্টগ্রাম প্রতিবেদক, কালের আলো:
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) ভেতরে কয়েকটি কারখানার শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন পোশাকশ্রমিক আহত হয়েছেন।
বুধবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষ শুরু হয়ে চলে ১০টা পর্যন্ত। পরে রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ইপিজেড থানার উপপরিদর্শক (এসআই) আবসার উদ্দিন রুবেল বলেন, একটি নির্মাণাধীন কারখানার মধ্যে তিনজন শিশু ঢুকেছিল। নির্মাণশ্রমিকরা চোর ভেবে তাদের মারধর করে। পরে সেখান থেকে দুইজন বের হতে পারলেও একজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কারখানা ছুটি শেষে ওই সড়ক দিয়ে যাওয়া পোশাকশ্রমিকরা বিষয়টি জানতে পেরে নির্মাণ শ্রমিকদের ওপর চড়াও হয় এবং মারধর করে।
এসআই আরও বলেন, সেসময় ওই সড়ক দিয়েই নৌবাহিনীর একটি টহল গাড়ি যাচ্ছিল। তারা নির্মাণশ্রমিকদের বাঁচাতে গেলে নৌবাহিনীর গাড়ি আটকিয়ে উত্তেজিত শ্রমিকরা ভাঙচুর করে। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী-র্যাব সদস্যরাও যান। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।
শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো. সুলাইমান বলেন, কারখানার উত্তেজিত শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
কালের আলো/এসএকে