হালকা পোশাক হালকা সাজেও নজর কাড়া সম্ভব
প্রকাশিতঃ 6:06 pm | January 24, 2025
লাইফস্টাইল ডেস্ক, কালের আলো:
পার্টি মানেই কি জমকালো সাজগোজ? একদম নয়! একটা সাদা শাড়ি বা সাদা পোশাক আর নামমাত্র গয়না পরেও ভিড়ের মধ্যে নজর কাড়া সম্ভব। হালকা সাজেও যে সবার দৃষ্টি আকর্ষণ করা যায়, তা বলিউড নায়িকাদের থেকে শেখা যায়।
সম্প্রতি একটি রাতের অনুষ্ঠানে শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর হাজির হয়েছিলেন সাদা রঙের একটি মাঝারি ঝুলের স্লিভলেস পোশাকে। পোশাকটি সম্পূর্ণ সাদা, কোনও রঙিন সুতার নকশা বা কারুকাজ ছিল না। শুধু হালকা চকচকে সাদা চুমকি বসানো ছিল। সঙ্গে কানে ছোট দুল, পায়ে সাদা হিল জুতা, এবং চুল খোঁপার মতো গুটিয়ে রাখা। মেকআপও ছিল নামমাত্র—চোখে কাজল, গালে হালকা ব্লাশ, আর ঠোঁটে গ্লসি লিপস্টিক।
ইদানীং ফ্যাশনে ‘ম্যাক্সিমালিজম’ বা জমকালো সাজের প্রবণতা আবার জনপ্রিয় হলেও, ‘মিনিমালিজম’-এর আভিজাত্য কখনোই ম্লান হয়নি। বিদেশি বিলাসবহুল ব্র্যান্ড থেকে দেশীয় ডিজাইনার, অনেকেই হালকা পোশাকের সৌন্দর্য তুলে ধরেছেন। বলিউডের নায়িকারাও প্রমাণ করেছেন যে সাদা শাড়ি বা পোশাকে, হালকা সাজগোজ করেও পার্টিতে আলাদা করে নজর কাড়া যায়।
কঙ্গনা রানাউত প্রায়ই সাদা স্লিভলেস ব্লাউজের সঙ্গে তাঁত, সুতির বা লিনেনের সাদা শাড়ি পরে অনুষ্ঠানে যান। সোনম কাপুর একবার কালো সরু পাড়ের সাদা জর্জেট শাড়ি আর ম্যাচিং ব্লাউজ পড়ে ফ্যাশন সচেতনদের প্রশংসা কুড়িয়েছিল। আলিয়া ভাট গাঙ্গুবাই ছবির প্রচারে সাদা শাড়ি আর লাল গোলাপের অনবদ্য সাজে মোহময়ী হয়ে উঠেছিলেন।
পোশাকশিল্পী সব্যসাচী মুখার্জি একবার বলেছিলেন, বিয়েবাড়িতে হালকা সুতির বা তাঁতের সাদা শাড়ি দারুণ মানানসই। মেকআপ আর ব্লাউজের ফিটিং ঠিক রাখলে সাদা শাড়ি বা পোশাকে পার্টিতে সহজেই নজর কাড়া যায়। তবে মেকআপ যেন চড়া না হয়, বরং নিজের স্বাভাবিক বৈশিষ্ট্যগুলো ফুটিয়ে তোলাই হবে বুদ্ধিমানের কাজ।
কালের আলো/এসএকে