ভারতের দিকে মাথা ঝুঁকে ক্ষমতায় আসার চেষ্টা জনগণ মেনে নেবে না: তাহের
প্রকাশিতঃ 6:18 pm | January 24, 2025
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ভারতের দিকে মাথা ঝুঁকিয়ে ক্ষমতায় আসার কারো চেষ্টাকে বাংলাদেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
শুক্রবার (২৪ জানুয়ারি) কুমিল্লার মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আসল দেশ এ দেশ নয়, তাদের আসল দেশ হচ্ছে ভারত। এ দেশের সম্পদ লুটপাট করে তারা ভারতে পালিয়ে গেছে।
তিনি বলেন, যে ভারত বাংলাদেশের স্বাধীনতা প্রতিষ্ঠিত হোক কখনো সহ্য করেনি, সেই ভারতের দিকে মাথা ঝুঁকিয়ে ক্ষমতায় আসার কারও কোনো প্রচেষ্টাকে মেনে নেবে না বাংলাদেশের জনগণ।
জামায়াতের এই নায়েবে আমির বলেন, ছাত্রদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। সেই ষড়যন্ত্র মোকাবিলা করতে আমাদের সজাগ থাকতে হবে। দুর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত বসবাসযোগ্য যে বাংলাদেশ চেয়েছিল ছাত্ররা, সেই ছাত্রদের সঙ্গে এখন তর্কে জড়াচ্ছে একটি চক্র।
তিনি আরও বলেন, নির্বাচনের পূর্বে জরুরি সংস্কার। তবে সংস্কারের নামে নির্বাচন নিয়ে কালক্ষেপণ জনগণ মেনে নেবে না।
দীর্ঘ ৩৬ বছর পর মনোহরগঞ্জ জামায়াতে ইসলামীর এ কর্মী সম্মেলন ঘিরে অনুষ্ঠানস্থলে দলীয় নেতাকর্মীদের ঢল নামে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।
বক্তব্যে নেতারা জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানান।
মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবীর সভাপতিত্বে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটি এম মাসুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুর রব, কেন্দ্রীয় মজলিশে শুরা ও দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান, জেলা জামায়াতে সেক্রেটারি জামায়াত মনোনীত সংসদ প্রার্থী ড. সরোয়ার উদ্দিন সিদ্দিকী প্রমুখ বক্তব্য রাখেন।
আরও বক্তব্য দেন মাওলানা জহিরুল ইসলাম জাবেরী, শাহাবুদ্দিন আহমেদ, ডা. কাউসার হামিদ, সৈয়দ কামরুল হাসান, সাইফুল বারী তুহিন, মৈশাতুয়া ইউনিয়ন জামায়াতের আমির মহিউদ্দিন, খিলা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম, রবিউল ইসলাম, মিজানুর রহমান, আবদুল গোফরান, সাইফুল সালেহী, মাওলানা আবদুল মোতালেব ও মাওলানা মাকসুদুল আলম।
কালের আলো/এসএকে