ধর্মীয় ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর আহবান
প্রকাশিতঃ 6:40 pm | January 24, 2025
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
‘বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতিঃ শান্তি ও ঐক্যের পথ’ শীর্ষক এক সেমিনারে ধর্মীয় ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন বক্তারা। তারা বলেছেন, ‘জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকলেই বাঙালি। তাই সকল ধর্মীয় ভেদাভেদ ভুলে যার যার অবস্থান থেকে একে অপরের পাশে দাঁড়াতে হবে।
শুক্রবার (২৪ জানুয়ারি) আশুলিয়া থানাধীন আশুলিয়া ইউনিয়নের টংগাবাড়ী বঙ্গবন্ধু রোডস্থ বধিজ্ঞান ভাবনা কেন্দ্রে ন্যাশনাল ইনস্টিটিউট অফ গ্লোবাল স্টাডিজ (এনআইজিএস) এর উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। বধিজ্ঞান ভাবনা কেন্দ্রের ভান্তে অশীস জিনা রক্ষিত এতে সভাপতিত্ব করেন। সেমিনারে এনআইজিএস এর সভাপতি দয়াল কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক একেএম সায়েদাদ হোসেনসহ জাতিসংঘের সাবেক ত্রাণ কর্মকর্তা শাখাওয়াত খান, কর্নেল আব্দুস সালাম বীরপ্রতীক, কর্নেল আরিফুর রহমান, সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিক, কিডনি ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান জিয়া উদ্দীন আহমেদ বক্তব্য রাখেন।
জাতিসংঘের সাবেক ত্রাণ কর্মকর্তা শাখাওয়াত খান বলেন, ‘গত বছরের ৫ আগস্ট বংলাদেশ সেনাবাহিনী দক্ষতার সাথে পরিস্থিতি মোকাবিলা করেছেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা চলমান থাকবে। আওয়ামী লীগ ও পড়শি দেশের চক্রান্ত থেকে নিজেদের হেফাজত করতে হবে।’
সুপ্রীমকোর্টের অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিক বলেন, ‘অন্তর্বর্তী সরকার, সেনাবাহিনী ও জনসম্পদ এই তিনটা স্তম্ভকে আমাদের একাত্মতার সাথে শক্তিশালী করতে হবে। যারা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্য প্রতিমা/মন্দির ভাঙচুর করছে, তাদেরকে খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে। তবেই দেশে প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হবে।’
কালের আলো/আরআই/এএএন