সাইফের দ্রুত সুস্থ হওয়া নিয়ে সমালোচনা, জবাব দিলেন চিকিৎসক
প্রকাশিতঃ 6:55 pm | January 24, 2025
বিনোদন ডেস্ক, কালের আলো:
বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর ছুরিকাঘাতের ঘটনায় তোলপাড় গোটা ভারত। ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তি মোহাম্মদ শরীফ উল ইসলাম শেহজাদকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ চালিয়েছে মুম্বাই পুলিশ। সুস্থ হয়ে ওঠায় হাসপাতাল থেকে ইতোমধ্যে বাড়িতেও ফিরেছেন এই অভিনেতা।
এদিকে, অভিনেতার শিরদাঁড়ায় একটি ২ দশমিক ৫ ইঞ্চি ছুরি বিঁধেছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। যেটি বের করার জন্য অস্ত্রোপচার করতে হয়েছে। তবে এরইমধ্যে অনেকেই প্রশ্ন তুলেছেন, মাত্র পাঁচদিনে কীভাবে মেরুদণ্ডের আঘাত ঠিক হয়ে গেল সাইফের? এ নিয়েই নানা চর্চা শুরু হয়েছে বিভিন্ন মাধ্যমে।
ভারতের শিবসেনা নেতারা সাইফের হাসপাতাল থেকে বের হওয়ার ভিডিও নিয়েও প্রশ্ন তুলেছেন। তারপরেই প্রকাশ্যে এসেছে সাইফের এক চিকিৎসকের বক্তব্য। বেঙ্গালুরুর একজন কার্ডিয়োলজিস্ট জানিয়েছেন, কীভাবে সাইফ অস্ত্রোপচারের মাত্র ৫ দিন পরে নিজেই হাঁটতে পারছেন?
সাইফের দ্রুত সুস্থ হওয়ার পেছনের কারণ জানিয়েছেন চিকিৎসক দীপক কৃষ্ণমূর্তি। ডাক্তার তার নিজের মায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সাইফের হাঁটতে পারার কারণও ব্যাখ্যা করেছেন।
ভিডিওতে ডাক্তারের মাকে দেখা যাচ্ছে হাসপাতালের পোশাকে। এবং তার এক পায়ে ফ্র্যাকচারও রয়েছে। এই ভিডিওতে একজন বৃদ্ধ মহিলাকে ওয়াকারের সাহায্যে হাঁটতে দেখা যাচ্ছে।
ভিডিওটি শেয়ার করে চিকিৎসক লিখেছেন, যারা সন্দেহ করছেন যে সাইফ আলী খানের সত্যিই মেরুদণ্ডের অস্ত্রোপচার হয়েছে কি না (মজার বিষয় হল কিছু ডাক্তারও) তাদের জন্য, এটি ২০২২ সালের আমার ৭৮ বছর বয়সী মায়ের একটি ভিডিও। সেই সময় তিনি ভাঙা পায়ে অতি কষ্টে হেঁটেছিলেন। ওইদিন সন্ধ্যায় তার মেরুদণ্ডের অস্ত্রোপচার হয়েছিল।
ডাক্তারে কথায়, একজন তরুণ দ্রুত সেরে উঠতে পারেন। যে ডাক্তাররা সাইফের সুস্থতা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন, তাদের জন্য আমি শুধু আপনাকে বলতে চাই ভালো এক্সপোজার পাওয়ার জন্য এসব বলছেন।
সবশেষে তিনি বলেন, সাইফের শুধু সেরিব্রোস্পাইনাল ফ্লুইড লিক এবং ডুরা ম্যাটারে আঘাত ছিল, চিকিৎসা হয়েছে। এখন, কার্ডিয়াক বাইপাস সার্জারি করা লোকেরাও তিন-চার দিনের মধ্যেই হাঁটতে পারেন এবং সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারেন।
প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে পড়ে। ওই সময় অভিনেতাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। গুরুতর জখম অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে।
কালের আলো/এসএকে