স্বপ্নডানা মেলেছে শাহ সিমেন্ট-একেএস কাপ গলফ টুর্নামেন্ট, উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন নৌবাহিনী প্রধান
প্রকাশিতঃ 9:12 pm | January 24, 2025
বিশেষ সংবাদদাতা, কালের আলো:
১০ম শাহ্ সিমেন্ট-একেএস কাপ গলফ টুর্নামেন্ট। টুর্নামেন্টটির সঙ্গে সম্পৃক্ত নানা পর্যায়ের লোকজনের ছোটাছুটি, ব্যস্ততা মিলিয়ে উৎসবমুখর পরিবেশ কুর্মিটোলা গলফ কোর্সে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কোর্সে মাথায় ক্যাপ আর টি-শার্ট পড়ে লম্বা একটি দন্ড নিয়ে সবুজ ঘাসের ওপর পড়ে থাকা সাদা ডিমের মতো একটি বলকে সজোরে ড্রাইভ করলেন টুর্নামেন্টটির প্রধান অতিথি বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। বলটি উড়ে গিয়ে পড়লো অনেক দূরের সবুজে। সঙ্গে সঙ্গে তুমুল করতালি।
দুর্দান্ত শটে মুগ্ধ সবাই। এরই মধ্যে দিয়ে শুক্রবার (২৪ জানুয়ারি) তিনব্যাপী এই টুর্নামেন্টটির আলো ছড়ানো এক সূচনা হলো। যেন গলফ অঙ্গনে ডানা মিলতে শুরু করলো স্বপ্ন। এভাবেই হাঁটি হাঁটি পা পা করে আন্তর্জাতিক পরিমণ্ডলে জায়গা করে নিবে বাংলাদেশের গলফ। কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি ও বিদেশি সদস্যরাসহ দেশের সকল গলফ ক্লাবের প্রায় ৬৫০ জন গলফার অংশগ্রহণ করছেন ১০ম শাহ্ সিমেন্ট-একেএস কাপ গলফ টুর্নামেন্টে।
টুর্নামেন্টটির ১০ম আসরকে ঘিরে এদিন বর্ণাঢ্য সাজে সাজানো হয় কুর্মিটোলা গলফ কোর্সকে। আলোকময় ঝর্ণাধারায় বাংলাদেশ বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এদিন সকালে টুর্নামেন্টটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।
এর আগে গত বুধবার (২২ জানুয়ারি) থেকে শুরু হয় টুর্নামেন্টটি। এদিন শীতের সকালে ভিন্নরকম আর বৈচিত্র্যময়তায় একেকজন গলফার উপস্থাপন করেন নিজেদের। ঠিক যেন সুস্থতার জন্য সবুজের মধ্যে হাঁটা, গলফ স্টিকের সুইং, স্টিক আর বলের চমৎকার কন্টাক্ট ও সঙ্গে আনন্দ-আড্ডায় মেতে ওঠার অন্যরকম একদিন।
এমনিতেই খেলাধূলা ভালোবাসেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। একজন দক্ষ ক্রীড়া সংগঠক হিসেবেও স্বনামে খ্যাত তিনি। গলফ কোর্সের নির্মল পরিবেশও তাঁর খুব প্রিয়। আভিজাত্যের এই খেলায় বিশেষ উৎসাহী ও পারদর্শী তিনি। পার, বগি, ডাবল বগি, ট্রিপল বগি, বার্ডি, অ্যালবাট্টস সবকিছুই মুখস্ত তাঁর।
একজন সফল গলফার হিসেবেও সুনাম রয়েছে তাঁর। আভিজাত্যের মোড়ক পেরিয়ে গলফ এখন সবার খেলা হয়ে উঠেছে। ফলে দেশে গলফের উজ্জ্বল ভবিষ্যত দেখছেন নৌবাহিনী প্রধান। দেশি-বিদেশি গলফারদের এই মিলনমেলায় এডমিরাল এম নাজমুল হাসান মনে করেন, নিয়মিত এমন টুর্নামেন্টের আয়োজন দেশের গলফের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। গলফ মানচিত্রে ঠাঁই করে নিবে লাল-সবুজের বাংলাদেশ। ক্রীড়াঙ্গনে গলফের মাধ্যমে বৃদ্ধি পাবে দেশের সুনামও।
উদ্বোধনী অনুষ্ঠানে আবুল খায়ের গ্রুপের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শহিদুল্লাহ চৌধুরী, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ তৌহিদ হোসেন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবিদুর রেজা খান, ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল (অব:) মো. শহিদুল হক, ক্লাব সেক্রেটারি কর্নেল এস এম সাজ্জাদ হোসেন, কুর্মিটোলা গলফ ক্লাবের লেডি ক্যাপ্টেন অধ্যাপক শাহীন মাহবুবা হক, ক্লাবের জেনারেল ম্যানেজার ক্লাব এ্যাফেয়ার্স লেফটেন্যান্ট কর্নেল (অব:) আবু মো. সাইদুর রহমানসহ বাংলাদেশ নৌবাহিনী ও আবুল খায়ের গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালের আলো/এমএএএমকে