ক্ষমতায় গেলে শিক্ষায় জিডিপির ৫ শতাংশ বিনিয়োগ করবে বিএনপি: খসরু

প্রকাশিতঃ 7:07 pm | January 25, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি শিক্ষায় জিডিপির ৫ শতাংশ বিনিয়োগ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট বাংলাদেশ প্রাঙ্গণে শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে আয়োজিত শিক্ষক সমাবেশে তিনি এ কথা বলেন।

আমির খসরু বলন, ‘শিক্ষায় একটি বড় ধরণের বিনিয়োগের প্রয়োজন। আমরা শিক্ষার ব্যাপারে, মডার্ন শিক্ষায় গেলে টুলস টিচিং দিতে হবে, অটোমেশনে যেতে হবে, ডিজিটালাইজেশনে যেতে হবে, শিক্ষকদের যথাযথ বেতন দিতে হবে, ট্রেইন করতে হবে। এখানে একটা বড় বিনিয়োগ যেটা আমরা বিগত সময়ে করতে পারিনি। তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে শিক্ষায় জিডিপির ৫ শতাংশ বিনিয়োগ করা হবে, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘আমরা বক্তৃতায় সব দিতে পারব কিন্তু আসল জায়গায় যদি বিনিয়োগ করতে না পারি তাহলে শিক্ষা তার সঠিক জায়গায় কোনদিন যাবে না। বাংলাদেশে অতীতে আমাদের যে প্রত্যাশা ছিল সেটা হয়নি। আমি নিশ্চিত, তারেক রহমান সাহেবের আগামী দিনে শিক্ষাকে নিয়ে যে ভাবনা, স্বাস্থ্যকে নিয়ে যে ভাবনা, তা ব্যতীত মানব সম্পদ সৃষ্টি করতে পারবে না। আর মানবসম্পদ সৃষ্টি করতে না পারলে আগামী দিনের যে চ্যালেঞ্জ, উন্নয়নের পরবর্তী ধাপে যদি গ্র্যাজুয়েট করতে চান মানবসম্পদ উন্নয়ন ছাড়া সম্ভব না।’

তিনি আরও বলেন, ‘বিএনপি আগামী দিনে সরকার গঠন করতে পারলে এই জিনিসগুলো করা হবে বলে আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ। এখানে স্কিল ডেভেলপমেন্ট আছে, টেকনিক্যাল এডুকেশনের ব্যাপার আছে, আমরা যে ডেমোগ্রাফিকাল ডেভিডেন্ডের কথা বলে থাকি সেটা শিক্ষা ও স্বাস্থ্য ছাড়া হবে না।’

আমির খসরু বলেন, ‘ডেভিডেন্ডের ইউন্ডোটা অনেক ছোট, আমরা ইতোমধ্যে অনেক সময় নষ্ট করে ফেলেছি, আমাদের কাছে আর খুব বেশি সময় নেই। তাই ডেভিডেন্ডের জন্য আগামী দিনে দিন, সপ্তাহ, মাস অনেক গুরুত্বপূর্ণ।’

শিক্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং ইআরআই চেয়ারম্যান ড. আ ন ম ইহসানুল হক মিলন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রমুখ উপস্থিত ছিলেন।

কালের আলো/এসএকে