গলফে দেশকে আরও উঁচুতে নিয়ে যেতে উদ্যমী গলফাররা, গলফের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকার আশাবাদ বিমান বাহিনী প্রধানের

প্রকাশিতঃ 10:04 pm | January 25, 2025

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

বন্দর নগরী চট্টগ্রামের পতেঙ্গায় নীরব শাহীন গলফ এন্ড কান্ট্রি ক্লাব তখন মুখর। যেখানে বসেছিল দেশি-বিদেশি গলফারদের মিলনমেলা। ইউসিবি গলফ টুর্নামেন্টের প্রথম আসরে জিততে লড়াইয়ে অবতীর্ণ মোট ২২০ জন গলফার। জমকালো টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে উইনার হিসেবে শেষ হাসি হেসেছেন আর্কিটেক্ট মুজাহিদ বেগ। শহীদুল আনাম চৌধুরী রানারআপ, মিসেস শানাজ পারভীন সুইটি লেডিস উইনার ও মিসেস মোরশেদা আশরাফ লেডিস রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন।

দেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক ব্যাংক ইউসিবি দেশের গলফ অঙ্গনকে আরও বিকশিত করতে প্রথমবারের মতো আয়োজন করে টুর্নামেন্টটির। এই টুর্নামেন্টকে ঘিরে পতেঙ্গায় শাহীন গলফ এন্ড কান্ট্রি ক্লাবের চারদিকে ছিল সাজ সাজ রব। পরতে পরতে ছড়িয়ে পড়ে উৎসবের রঙ। শুক্রবার (২৪ জানুয়ারি) সমাপনী দিনে আলোকময় ঝর্ণাধারায় নতুন বারতা আর স্বপ্নে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বিজয়ী গলফাররা পুরস্কার পেয়ে রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁরা প্রত্যাশা করেন এমন দিন তাদের জীবনে ফিরে আসুক বারবার। পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা পেলে এমন টুর্নামেন্টের মধ্যে দিয়ে সিদ্দিকুর রহমানের মতো আরও দেশসেরা গলফার উঠে আসবে। দেশের গলফকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উদ্যমী গলফাররাও।

জানা যায়, ঝলমলে আলোকচ্ছটায় রঙিন এই গলফ টুর্নামেন্টটির মাধ্যমে নতুন রূপে সাজে শাহীন গলফ এন্ড কান্ট্রি ক্লাব। গলফকে জনপ্রিয় করে তুলতে ব্যয়বহুল এই খেলাটিতে পৃষ্ঠপোষকতা দিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। সম্প্রতি এই ব্যাংকটির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নেতৃত্বে এসেছেন শিল্প খাতে করপোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠার অন্যতম পথপ্রদর্শক শরীফ জহির। তিনি সম্ভাবনাময় এই খেলাটিকে এগিয়ে নিতে গলফের পরিধি, পরিসর বৃদ্ধি ও সম্প্রসারণে গর্বিত অংশীদার করতে চান ইউসিবিকে। এ প্রসঙ্গে অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা এ ধরণের আয়োজন করতে পেরে গর্বিত। বাংলাদেশ বিমান বাহিনী তথা গলফের কল্যাণে আমাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

দুরন্ত জীবনের উষালগ্নে খেলার মাঠেও দুর্দান্ত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। গলফেও তিনি বিশেষ পারদর্শী। গলফ কোর্সের নির্মল পরিবেশ তাকে টানে ভীষণ। গলফের স্ট্রোক বা হোল সবকিছুই তাঁর জানা। এমন টুর্নামেন্ট আয়োজনের মধ্যে দিয়ে সাম্প্রতিক সময়ে দেশেও গলফ জনপ্রিয়তা লাভ করেছে বলে মন্তব্য করেন হাসান মাহমুদ। তিনি আশাবাদী এই ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নতুন প্রজন্মকে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা শেখাতে গলফ প্রশিক্ষণের বিষয়েও গুরুত্বারোপ করেন। পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদও জানান।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, অনুষ্ঠানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান শরীফ জহিরসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথম ইউসিবি গলফ টুর্নামেন্ট’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ওইদিন ব্যাংকটির এমডি মোহাম্মদ মামদুদুর রশিদসহ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএএএমকে