সেই প্রিয়ার দাম এখন ২ কোটি রুপি!
প্রকাশিতঃ 11:53 am | February 18, 2018
শোবিজ ডেস্ক, কালের আলো:
নেট দুনিয়া এখন প্রিয়ার ভ্রুপল্লবে মাতোয়ারা। একটি সিনেমার মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়ে রীতিমতো তারকা হয়ে গেছেন প্রিয়া প্রকাশ। এমনকি বলিউটের নামিদামী তারকা থেকে পরিচালকরা এখন তার ভক্ত হয়ে গেছেন।
সেই প্রিয়ার দাম এখন আকাশছোঁয়া। এখন তার পেছনে পরিচালক-প্রযোজকদের লাইন পড়ে গেছে।
প্রিয়ার জীবনের প্রথম ছবি ‘ওরু আদার লাভ’-এ নায়িকার ভূমিকায় অভিনয় করেননি। কিন্তু ছবিতে একটি গানের মাত্র ২৫ সেকেন্ডের ক্লিপিংয়ে নজর কেড়েছেন সবার। তবে পরের ছবির জন্য অষ্টাদশী প্রিয়া যে দর হাঁকিয়েছেন রীতিমতো অবাক করার মতো।
ভারতীয় গণমাধ্যমের খবর- প্রিয়া নাকি তার পরের ছবির জন্য ২ কোটি টাকা চেয়েছেন। নিখিল সিদ্ধার্থের বিপরীতে তিনি নায়িকা হবেন ওই ছবিতে।