হিলিতে তাপমাত্রা ৯.৯ ডিগ্রি, বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা
প্রকাশিতঃ 10:40 am | January 26, 2025
হিলি প্রতিবেদক, কালের আলো:
দিনাজপুরের হিলিতে একদিনের ব্যবধানে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে যানবাহন চলাচল করছে। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।
রোববার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় ৯ দশমিক ৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা করা হয়েছে।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা আরজিনা বেগম বলেন, কয়েক দিনের শীতের কারণে তার ছোট ছেলে ডায়রিয়াতে আক্রান্ত হয়েছে। যার জন্য হাসপাতালে ভর্তি করে চিকিৎসা নিচ্ছেন।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলতুতমিশ আকন্দ বলেন, শীতের কারণে রোগীর চাপ অনেকটাই বেড়েছে। প্রতিদিন ৪০০ থেকে ৫০০ রোগী চিকিৎসা নিতে আসছে। বিশেষ করে শিশু এবং বয়স্করা বেশি শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। এই জন্য সবাইকে কুয়াশা এবং শীতল বাতাস থেকে সাবধানে থাকতে হবে এবং গরম কাপড় পরিধান করতে হবে।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, দিনাজপুরসহ কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যার ফলে তাপমাত্রা কমের দিকে। তবে একদিনের ব্যবধানে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। আজ রাতেও দিনাজপুরসহ এর আশপাশের জেলাগুলোর তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
কালের আলো/এসএকে