দ্বিতীয় মেয়াদেও সৌদি আরব দিয়েই রাষ্ট্রীয় সফর শুরু করবেন ট্রাম্প   

প্রকাশিতঃ 11:23 am | January 26, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নেওয়ার পর থেকে এখনও রাষ্ট্রীয় কোনও সফর করেননি তিনি। ঐতিহ্যগতভাবে মার্কিন প্রেসিডেন্টদের প্রথম রাষ্ট্রীয় সফর হয়ে থাকে যুক্তরাজ্যে। তবে, প্রথা ভেঙে প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরবকেই বেছে নিতে পারেন ট্রাম্প, এমন ইঙ্গিত মিলেছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদেও সবার আগে সৌদি আরব সফর করেছিলেন তিনি।

শনিবার (২৫ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে সফর করার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প নিজেই এমন সম্ভাবনার কথা জানান।

নতুন মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে শত কোটি ডলারের পণ্য কিনতে রাজি হওয়ায় আমি এর আগে সৌদি আরবে গিয়েছিলেন। যদি সেই প্রস্তাব সঠিক হয়, আমি আবারও তাই করব।

ঐতিহাসিকভাবেই যুক্তরাষ্ট্রের ভালো বন্ধু সৌদি আরব। নিজের প্রথম মেয়াদে সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ জ্বালানি ও নিরাপত্তা অংশীদার হিসেবে চিহ্নিত করেছিলেন ট্রাম্প।

২০১৭ সালে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প যখন প্রথম সৌদি আরব গিয়েছিলেন, সেখানকার সরকার তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিল। সৌদি সফরে গিয়ে তরবারি নিয়ে ট্রাম্পের নাচও বেশ আলোচিত হয়েছিল সে সময়।

এবার ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের চার বছরে যুক্তরাষ্ট্রে ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

কালের আলো/এসএকে