বাংলাদেশের উন্নয়নের বিশ্বস্ত ও স্থায়ী সহযোগী হতে চায় চীন

প্রকাশিতঃ 1:51 pm | January 26, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দুদেশের সম্পর্ক আরও গভীর করতে চীন বাংলাদেশের উন্নয়নের বিশ্বস্ত ও স্থায়ী সহযোগী হতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রোববার (২৫ জানুয়ারি) সকালে গাজীপুরের শফিপুর বাজার এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের মানুষকে সুলভমূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে চায় চীন। বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশেই বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে আমাদের।

এ সময় জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতদের পাশে থাকার অঙ্গীকার করে চীনা রাষ্ট্রদূত।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের উন্নয়নে চীন গুরুত্বপূর্ণ অংশীদার। চীনের বিজ্ঞান, প্রযুক্তি ও ভাষা বাংলাদেশের মানুষকে আধুনিক উৎকর্ষতা অর্জনে সহায়তা করেছে।

তিনি বলেন, চীনের কাছ থেকে চাওয়া-পাওয়ার অনেক কিছু রয়েছে। চীন ও জামায়াত মানুষদের পাশে ছিল, পাশে রয়েছে এবং পাশে থাকবে।

কালের আলো/এসএকে