কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১০ 

প্রকাশিতঃ 3:31 pm | January 26, 2025

কুমিল্লা প্রতিবেদক, কালের আলো:

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, তিনটি দেশীয় তৈরি এলজি, ৯টি কার্টুজ, চারটি পিস্তলের গুলি, একটি ম্যাগাজিন ও বেশ কিছু দেশীয় অস্ত্রসহ ১০ জন সন্ত্রাসীকে আটক করেছে।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় আদর্শ সেনাবাহিনী। এর আগে, শনিবার রাতে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে কুমিল্লা আদর্শ সদর সেনাবাহিনীর একটি দল।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার মো. নাইমুল ইসলাম (নাঈম) (৩৬), কালিয়াজুড়ি এলাকার আবির হামিদ মাহি (২১), রাকিব (২১), ঈদগাহ এলাকার মো. সাজিদুল ইসলাম (২১), ছোটররা এলাকার মোহাম্মদ আলী (২৪) মো. সাব্বির হোসেন (২১), ঝাউতলা এলাকার মো. জাবেদুর রহমান (২৯), ধর্মসাগর এলাকার অভিজিৎ রায় সরকার (৩০), বুড়িচং সাধকপুর এলাকার মো. আবুল খায়ের (৩৯) ও ধর্ম সাগর এলাকার মো. অপু (৪২)।

এ সময় তাদের কাছ থেকে ২টি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ২টি রিভলভার, রাশিয়ান পিস্তল, ২টি রাম দা, ৯ রাউন্ড গুলি, তলোয়ার ও চাকু জব্দ করা হয়৷

পরে গ্রেপ্তারকৃতদের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।

কালের আলো/এসএকে