রেলসেবা অ্যাপ ও কাউন্টার থেকে টিকিট ক্রয়ের অনুরোধ
প্রকাশিতঃ 7:11 pm | January 26, 2025
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট, গ্রুপ, পেজ খুলে একটি সংঘবদ্ধ চক্র চটকদার বিজ্ঞাপন প্রচার করে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি করছে একটি চক্র। এতে প্রতিদিনই অনেক যাত্রী প্রতারিত হচ্ছেন। তাই রেল সেবা অ্যাপ ও কাউন্টার থেকে ট্রেনের টিকিট সংগ্রহের অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
রোববার (২৬ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বার্তায় এ অনুরোধ জানানো হয়।
বার্তায় বলা হয়, বাংলাদেশ রেলওয়ে সব আন্তঃনগর ট্রেনের টিকিট রেল সেবা অ্যাপের মাধ্যমে অনলাইনে বিক্রির ব্যবস্থা করেছে। ইদানীং লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট, গ্রুপ, পেজ খুলে একটি সংঘবদ্ধ চক্র চটকদার বিজ্ঞাপন প্রচার করে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির চেষ্টা করছে। এতে প্রতিদিনই অনেক যাত্রী প্রতারিত হচ্ছেন মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে।
আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে টিকিট ক্রয় করে প্রতারিত না হওয়ার জন্য সর্বসাধারণকে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে। এ ছাড়া টিকিট কালোবাজারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কালের আলো/এসএকে