বিমানবন্দরে পরিত্যক্ত ট্রলি ব্যাগে মিলল ৯৫ মুঠোফোন
প্রকাশিতঃ 7:39 pm | January 26, 2025
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের একটি ফ্লাইটের ভেতর থেকে পরিত্যক্ত ট্রলি ব্যাগ থেকে বিপুল পরিমাণ মুঠোফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মুঠোফোনের মধ্যে রয়েছে ৪৯টি স্মার্ট ফোন সেট ও ৪৬টি বাটন ফোন সেট।
রোববার (২৬ জানুয়ারি) সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৫২ এ অভিযান পরিচালনা করে এসএসআই ও বিমান বন্দর শুল্ক গোয়েন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
তিনি বলেন, ‘শারজাহ থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যৌথ অভিযানে যাত্রীবিহীন পরিত্যক্ত একটি ট্রলি ব্যাগ থেকে স্যামসাং ব্র্যান্ডের স্মার্ট ফোন ৪৯টি ও নোকিয়া ব্র্যান্ডের বাটন ফোন ৪৬টি উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘উদ্ধার হওয়া মোবাইলের আনুমানিক বাজার মূল্য ১৮ লাখ ৩০ হাজার টাকা। উদ্ধার করা মোবাইল সেটগুলো
কালের আলো/এসএকে