ভালেন্সিয়াকে গোল বন্যায় ভাসিয়ে জয়ে ফিরল বার্সেলোনা
প্রকাশিতঃ 10:32 am | January 27, 2025
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
লা লিগার চলতি মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছিল বার্সেলোনা। তবে মাঝে ছন্দে হারিয়ে শীর্ষস্থান হারিয়েছে কাতালনারা। টানা চার ম্যাচ জয় বঞ্চিত থাকার পর ছন্দে ফিরেছেন রাফিনিয়া-ইয়ামালরা। ভালেন্সিয়ার জালে ৭ গোল দিয়ে বড় জয় তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
রোববার (২৬ জানুয়ারি) ঘরের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বার্সেলানা। তৃতীয় মিনিটে পায়ের কারিকুরিতে দুই ডিফেন্ডারের চ্যালেঞ্জ এড়িয়ে ডি-বক্সে ক্রস করেন লামিনে ইয়ামাল। অরক্ষিত ডি ইয়ং প্রথম স্পর্শে বলের নিয়ন্ত্রণ নিয়ে অনেকটা শুয়ে পড়ে পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন।
অষ্টম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তরেস। আলেহান্দ্রো বাল্দের চমৎকার ক্রসে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারের চ্যালেঞ্জ এড়িয়ে প্রথম স্পর্শে ঠিকানা খুঁজে নেন তিনি। নিজের সাবেক দলের বিপক্ষে গোল উদযাপন করেননি তরেস। দুই হাত উঁচু করে একরকম যেন ক্ষমাই চেয়ে নেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।
দুই গোলে পিছিয়ে পড়ার পর মরিয়া হয়ে ওঠে ভালেন্সিয়া। বার্সেলোনার রক্ষণে চাপ বাড়ায় তারা। কিন্তু তাদের হতাশ করে পাল্টা আক্রমণ থেকে ব্যবধান ৩-০ করে বার্সেলোনা।
১৪তম মিনিটে ইয়ামালের ব্যাকহিলে বল পেয়ে যান লোপেস। প্রথম স্পর্শে এই তরুণ খুঁজে নেন রাফিনিয়াকে। বিপদ দেখে ডি-বক্সের বাইরে বেরিয়ে আসেন মামার্দাশভিলি। তাকে এড়িয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চলতি আসরে এটি তার ১২তম গোল।
২৪তম মিনিটে দলের চতুর্থ গোলটি করেন লোপেস। মাঝমাঠ থেকে পাউ কুবার্সির বাড়ানো বল প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে, একটু এগিয়ে জোরাল শটে জালে পাঠান এই তরুণ। শুরুতে অফসাইডের ইশারা দেন রেফারি। পরে ভিএআরের সাহায্য নিয়ে গোলের বাঁশি বাজান তিনি।
প্রথমার্ধের শেষ দিকে উগো দুরোকে বার্সেলোনা গোলরক্ষক ফাউল করায় পেনাল্টি পায় ভালেন্সিয়া। পরে ভিএআর মনিটরে তাদের আক্রমণের শুরুর অংশ দেখে সিদ্ধান্ত পাল্টান রেফারি। উল্টো প্রতিপক্ষের ডি-বক্সের কাছাকাছি জায়গায় বার্সেলোনাকে দেন ফ্রি কিক।
যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ফের জালের দেখা পান লোপেস। রাফিনিয়ার বুলেট গতির শট ক্রসবার ও পোস্টের সংযোগস্থলে লেগে ফিরলে সুযোগ পেয়ে পান লোপেস। ছুটে গিয়ে নিচু শটে জাল খুঁজে নেন তিনি। এতে ৫-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ৫৯তম মিনিটে ভ্যালেন্সিয়ার হয়ে এক গোল শোধ করেন হুগো দুরো। দিয়েগো লোপেসের ক্রসে খুব কাছ থেকে জাল খুঁজে নেন দুরো। ৬৬তম মিনিটে আবারও পাঁচ গোলের ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। লোপেসের কাছ থেকে বল পেয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন লেভানডোভস্কি।
৭৫তম মিনিটে তোরেসের শট ঠেকিয়ে দেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক। কিন্তু বিপদ কাটেনি পুরোপুরি। ফিরতি বলে বার্সেলোনা ফরোয়ার্ডের শট ঠেকাতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন সিজার টারেগা। শেষ পর্যন্ত ৭-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এই জয়ে ২১ ম্যাচে ১৩ জয় ও তিন ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে তিনে ফিরেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। আর ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাতলেটিকো মাদ্রিদ। ১৬ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে আছে ভালেন্সিয়া।
কালের আলো/এসএকে