সাত কলেজের সামনে অনির্দিষ্টকালের ব্লকেড কর্মসূচি ঘোষণা
প্রকাশিতঃ 11:25 am | January 27, 2025
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের বিরুদ্ধে অপ্রত্যাশিত আচরণের অভিযোগে প্রতিবাদে দাঁড়িয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সব ক্লাস এবং পরীক্ষা বর্জন করার পাশাপাশি ২৭ জানুয়ারি (সোমবার ) থেকে সাত কলেজের সামনে অনির্দিষ্টকালের ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে।
এদিকে, এই ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি একটি বিবৃতিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন যে, তৃতীয় পক্ষ যাতে এই পরিস্থিতি থেকে সুবিধা নিতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
গতকাল সন্ধ্যায় সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা করতে গেলে অভিযোগ ওঠে, উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ তাদের অর্ধশতাধিক শিক্ষার্থীকে অপমান করেছেন। এই ঘটনার প্রতিবাদে, তারা সন্ধ্যা থেকেই সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে এবং পরবর্তীতে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের দিকে এগিয়ে যায়।
নীলক্ষেত মোড়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করতে থাকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ধাওয়া করতে শুরু করে, যার ফলে নীলক্ষেত মোড় থেকে সাত কলেজের শিক্ষার্থীরা কিছুটা পিছু হটে। তবে কিছুক্ষণ পর, তারা আবার একত্রিত হয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে, যা রাত সাড়ে ১২টা পর্যন্ত চলে। এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চালায় এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে সাত কলেজের শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পুলিশের সহায়তায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। পরে নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয় এবং দুপক্ষ কিছুটা শান্ত হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান, আর সাত কলেজের শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় অবস্থান নেন।
রাত ৩টার দিকে সাত কলেজের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়, যার অংশ হিসেবে তারা আজ (২৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে সাত কলেজের সামনে অবস্থান নেবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সমস্ত ক্লাস ও পরীক্ষা বর্জন করবেন।
কালের আলো/এমডিএইচ