সেনাপ্রধানের সাথে ভারতীয় ইষ্টার্ণ কমান্ড’র জিওসি-ইন-সি’র সাক্ষাৎ

প্রকাশিতঃ 7:12 pm | March 19, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সাথে বাংলাদেশ সফররত ভারতীয় ইষ্টার্ণ কমান্ড এর জিওসি-ইন-সি লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১৯ মার্চ) সেনাবাহিনী সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ভারতীয় ইষ্টার্ণ কমান্ড এর জিওসি-ইন-সি লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে চার সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আরো পড়ুন:
এমআইএসটি’র শিক্ষার্থীদের কাছে নিজের প্রত্যাশার কথা জানালেন সেনাপ্রধান

আইএসপিআর জানায়, সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর বিদ্যমান সম্পর্ক ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এর আগে ইষ্টার্ণ কমান্ড এর জিওসি-ইন-সি শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

প্রসঙ্গত, জিওসি-ইন-সি, ইষ্টার্ণ কমান্ড’র নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দলটি গত ১৮ মার্চ ৪ দিনের সফরে বাংলাদেশে আসেন। সফরকালে তিনি নৌ ও বিমান বাহিনী প্রধান এর সাথে সৌজন্য সাক্ষাৎসহ বাংলাদেশের বিভিন্ন সামরিক-অসামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। সফর শেষে প্রতিনিধি দলটি আগামী ২২ এপ্রিল নিজ দেশে ফিরে যাবেন।