আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যেতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিতঃ 1:47 pm | January 27, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমার মনে হয় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যেতে পারে। এক্ষেত্রে সবারই আমাদের একটু ধৈর্য ধরতে হবে।

সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে তিনি কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, যদি আমরা অধৈর্য হয়ে যাই, কোনো কিছুরই সমাধান হবে না। সবাইকে ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকেও বলেছি।

ছাত্রদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, রাস্তা ব্লক না করে নিজেদের যে মাঠ আছে অথবা সোহরাওয়ার্দী উদ্যান আছে, এসব জায়গায় যদি প্রতিবাদ করলে সবচেয়ে ভালো। রাস্তা ব্লক করলে যানজটের সৃষ্টি হয়, জনগণ একটা দুর্ভোগের মধ্যে পড়ে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশকে ধৈর্যের সঙ্গেই পরিস্থিতি মোকাবেলার নির্দেশ দেওয়া হয়। কিন্তু অনেক সময় পুলিশ সেটি পারে না।

এ সময় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলও বক্তব্য রাখেন।

তিনি বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। পরিস্থিতির স্বাভাবিক করতে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে।

কালের আলো/এসএকে