আন্দোলন আর সড়ক খোঁড়াখুঁড়িতে দুর্ভোগ

প্রকাশিতঃ 3:58 pm | January 27, 2025

কালের আলো রিপোর্ট:

রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় খোঁড়াখুঁড়ির কারণে রাজধানীর রামপুরা-কুড়িল সড়কে কয়েকমাস ধরে এমনিতেই যানজট লেগে থাকে। সোমবার সকাল থেকে পরিস্থিতি আরও খারাপ।

গুলশান-বাড্ডা লিংক রোড থেকে রামপুরা পর্যন্ত সড়কে ধীরে চলছে যানবাহন। মেরুল বাড্ডায় বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আবুল হোটেল পর্যন্ত কার্যত থমকে আছে যানবাহনের সারি। এতে অনেকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে ছুটছেন।

ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের চালক সাইদুল ইসলাম বলেন, কিছুদিন ধরে নতুনবাজার পার হওয়ার পর মালিবাগ ফ্লাইওভার পর্যন্ত জ্যাম কম ছিল। গতকাল থেকে এ রাস্তায়ও ভয়াবহ জ্যাম পাচ্ছি। আগে দিনে ৮ ট্রিপ (উত্তরা-সদরঘাট) দিতে পারতাম। এখন তো যে অবস্থা তাতে ৪ ট্রিপও হইবো না।

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের সামনে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়।  এছাড়াও শাহবাগেও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা এদিন অবস্থান নেন।

সরেজমিনে রাজধানীর মহাখালী, বনানী, সাতরাস্তা, ফার্মগেট, কারওয়ান বাজার, রামপুরা, কুড়িলসহ বেশ কিছু সড়কে গাড়ির অত্যধিক চাপ রয়েছে। এসব সড়কে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যানবাহনগুলোকে।

ট্রাফিক পুলিশের দেওয়া মামলার প্রতিবাদে মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তা অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত তারা রাস্তা অবরোধ করে রাখেন। এতে মহাখালী ও আশপাশের সড়কে তীব্র যানজট দেখা দেয়। পরে ট্রাফিক পুলিশ ও তেজগাঁও পুলিশের অনুরোধে সড়ক থেকে সরে যান শ্রমিকরা।

ঢাকার সার্বিক পরিস্থিতি জানতে চাইলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, নিরাপত্তার স্বার্থে কিছু এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ করছেন।

কালের আলো/এমএএইচইউ