আ.লীগ স্বাধীনতার শক্তি নয়, তারা পলাতক শক্তি: নিতাই রায়

প্রকাশিতঃ 5:53 pm | January 27, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আওয়ামী লীগ স্বাধীনতার শক্তি নয়, তারা পলাতক শক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।

সোমবার (২৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এক সভায় তিনি এ মন্তব্য করেন।

নিতাই রায় চৌধুরী বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার শক্তি নয়, তারা পলাতক শক্তি। দেশের স্বাধীনতার দাবিতে যখন যুদ্ধ শুরু হয়, তখনও তারা পালিয়ে গিয়েছিল। ২৪-এর আন্দোলনেও তারা পালিয়ে যেতে বাধ্য হয়।

তিনি বলেন, বর্তমান সরকার আমাদের দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের ফসল। তারা যে সংস্কারের কথা বলছেন এটা বিএনপির ইচ্ছার বাইরে নয়। বিএনপি তো আগেই ৩১ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপি অবশ্যই সংস্কার চায়। কিন্তু মনে রাখতে হবে সংস্কার একটি চলমান প্রক্রিয়া।

তিনি আরও বলেন, সংস্কারের দোহাই দিয়ে এই দুর্বল অন্তর্বর্তী সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে চক্রান্তকারীরা দেশের ক্ষতি করার সুযোগ পাবে। তাদের দায়িত্ব হচ্ছে নিরপেক্ষতা বজায় রেখে দ্রুত নির্বাচন দেওয়া। আর যতই সংস্কারের কথা বলা হোক না কেন, সেটা তো পার্লামেন্ট ছাড়া সম্ভব নয়। সংস্কার আমাদেরও কথা।

নিতাই রায় বলেন, বর্তমানে যারা সংস্কারের কথা বলছেন তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। কিন্তু ছাত্র প্রতিনিধিরা বিএনপি এবং তার শীর্ষ নেতাদের নিয়ে যে আজেবাজে মন্তব্য করছেন, সেই মন্তব্য করার এখতিয়ার তাদের নেই। এসব কথার কারণেই মূলত সরকার বেকায়দায় পড়ে যাবে। তার সুযোগ নেবে পালিয়ে যাওয়া অপশক্তি এবং পার্শ্ববর্তী চক্রান্তকারী দেশ।

তিনি বলেন, বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, তাদের রাজনৈতিক প্রজ্ঞা না থাকায় তাদেরকে অস্থিতিশীল করা খুবই সহজ। গত ৫ মাসে তারা নানান সংকটে পড়ে গেছে। সেই সংকট থেকে উত্তরণের জন্য জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের বিকল্প নেই।

সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক মুস্তফা কামাল মজুমদার, নাট্যকার ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য বাবুল আহমেদ, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা এস এম মিজানুর রহমান, দৈনিক খোলা বাজারের সম্পাদক মো. জহিরুল ইসলাম কলিম, নবী হোসেন নবী, এস এম কমর উদ্দিন, ইব্রাহিম হোসেন, সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক এম আহমেদ খান মন্টু, আমিনুল হক শাহিন, সহ-দপ্তর সম্পাদক মো. মামুন, কিশোরগঞ্জ জেলা সাংস্কৃতিক দলের সভাপতি আলমগীর হোসেন আলম, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক কাউসার আহমেদসহ ঢাকা মহানগরের অন্যান্য নেতারা।

কালের আলো/এসএকে