ভিডিও না করতে নিলয়ের আহ্বান

প্রকাশিতঃ 10:03 am | January 31, 2025

বিনোদন ডেস্ক, কালের আলো:

বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। একের পর এক ভিন্ন ঘরানার গল্পের নাটকে তার অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করছে। বলা চলে নতুন নতুন নাটক নিয়ে যেন দম ফেলার সময় নেই তার।

এদিকে, শুটিং সেটে বা বিরতিতে মেকআপ রুমে ভিডিও না করার আহ্বান জানিয়েছেন নিলয় আলমগীর। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

অভিনেতা বলেন, আমার সকল সম্মানিত ডিরেক্টর, ডিওপি, কো-আর্টিস্ট, মেক-আপ আর্টিস্ট, ফটোগ্রাফার, লাইট গ্রাফার, অ্যাসিস্ট‍্যান্ট ডিরেক্টর, প্রোডাকশন টিম, ক‍্যামেরা টিম, চ‍্যানেল কর্তৃপক্ষ এবং শ‍্যুটিং সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে যে, এখন থেকে শুটিং চলাকালীন বা শুটিং-এর বিরতিতে শুটিং সেটে বা মেকআপ রুমে কোনো বিটিএস, রিলস্, শর্টস্ বা কোনো ধরনের ভিডিও করবেন না। ধন‍্যবাদ।

ফেয়ার অ্যান্ড লাভলী সুপারহিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় ২০০৯ সালে চ্যাম্পিয়ন হন নিলয়। এরপর থেকেই টিভি পর্দার নিয়মিত মুখ তিনি। কাজ করেছে বিজ্ঞাপনেও। পরবর্তীতে মাসুদ কায়নাত পরিচালিত ‘বেইলি রোড’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় পা রাখেন নিলয়। তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘অল্প অল্প প্রেমের গল্প’ যা মুক্তি পায় ২০১৪ সালে।

এরপর থেকে বড়পর্দায় দেখা মেলেনি তার। ছোটপর্দাতেই নিয়মিত কাজ করে যাচ্ছেন। বর্তমানে টেলিভিশন নাটকের পাশাপাশি ইউটিউব নাটকেও নিলয়ের চাহিদা তুঙ্গে।

কালের আলো/এসএকে