প্লে-অফেই ভাগ্য নির্ধারণ, মুখোমুখি ম্যানসিটি ও রিয়াল মাদ্রিদ

প্রকাশিতঃ 9:26 am | February 01, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমের শুরুটা ভালো হয়নি গত দুই আসরের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। সরাসরি শেষ ষোলো নিশ্চিত করতে পারেনি তারা। তবে প্লে-অফে ভালো করে শেষ ষোলোয় যাওয়ার সুযোগ করেছে জনপ্রিয় এই দুই ক্লাবের। কিন্তু প্লে-অফে হাইভোল্টেজ ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছে দর্শকরা।

যেখানে শেষ ষোলোতে জায়গা করে নিতে মুখোমুখি হবে শেষ রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। শুক্রবার (৩১ জানুয়ারি) সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত ড্রয়ে এই দুই পরাশক্তিকে একে অপরের বিপক্ষে খেলার জন্য নির্ধারিত করা হয়েছে। এতে প্লে-অফ থেকেই এক দলকে বিদায় নিতে হবে।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে এবার শুরুটা ভালো করতে পারেনি রিয়াল। শেষ দিকে ভালো করলেও শেষ পর্যন্ত অল্কপের থাকতে হয় সেরা আটের বাইরে। অন্যদিকে উল্টো অবস্থা সিটির। শুরুটা ভালো করলেও মাঝ পথে খেই হারিয়ে ফেলে। বাঁচা মরার শেষ ম্যাচেও এক পর্যায়ে পিছিয়ে পড়েছিল তারা। শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে প্লে-অফ নিশ্চিত করে দলটি।

পয়েন্ট টেবিলের সেরা আট দল সরাসরি শেষ ষোলো নিশ্চিত করেছে। যার মধ্যে অন্যতম হলো লিভারপুল ও বার্সেলোনা। ৮ ম্যাচে ৭ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ রয়েছে লিভারপুল। সমান ম্যাচ খেলে ৬ জয় তুলে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাসেলোনা।

শেষ ষোলোর টিকিট পাওয়া দলগুলো: লিভারপুল, বার্সেলোনা, আর্সেনাল, ইন্টার মিলান, আতলেতিকো মাদ্রিদ, বায়ার লেভারকুজেন, লিল ও অ্যাস্টন ভিলা

শেষ ষোলোর বাকি আট দল আসবে প্লে-অফ খেলে। যেখানে অংশ নিবে পয়েন্ট থেকে ৯ থেকে ২৪ নম্বরের মধ্যে থাকা দলগুলো। প্লে-অফ পর্বে রয়েছে সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল। এ ছাড়াও ম্যানসিটি, বায়ার্ন মিউনিখ, পিএসজির মতো বড় দলগুলো।

প্লে-অফ নিশ্চিত করেছে যেসব দল: আতালান্তা, বরুশিয়া ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, এসি মিলান, পিএসভি আইন্দহোভেন, পিএসজি, বেনফিকা, মোনাকো, ব্রেস্ত, ফেইনুর্ড, ইউভেন্তুস, সেল্টিক, ম্যানচেস্টার সিটি, স্পোর্তিং লিসবন, ক্লাব ব্রুজ

আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি হবে প্লে-অফের প্রথম লেগ। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় লেগ।

চ্যাম্পিয়ন্স লিগ নকআউট প্লে-অফ ড্র:

ক্লাব ব্রুজ বনাম আতালান্তা

স্পোর্টিং সিপি বনাম বরুসিয়া ডর্টমুন্ড

ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ

সেল্টিক বনাম বায়ার্ন মিউনিখ

জুভেন্তাস বনাম পিএসভি আইন্দহোভেন

ফেয়েনুর্দ বনাম এসি মিলান

ব্রেস্ত বনাম পিএসজি

মোনাকো বনাম বেনফিকা

কালের আলো/এসএকে